পরীক্ষার ফল খারাপ হলে বছরে দুবার সম্ভব হবে পরীক্ষা দেওয়া। পরীক্ষামূলকভাবে নয়, একেবারে বিজ্ঞপ্তি জারি করে দশম শ্রেণির (10 board) জন্য ২০২৬ সাল থেকেই সেই নিয়ম লাগু করতে চলেছে সিবিএসই (CBSE) বোর্ড। বুধবার বোর্ডের তরফে বিজ্ঞপ্তি জারি করে এই সিদ্ধান্তের কথা জানানো হল। এর ফলে পরীক্ষার ফল বেরোনোর পরে যে কোনও তিন বিষয়ে দ্বিতীয়বার পরীক্ষায় বসতে পারবে পরীক্ষার্থীরা। গোটা বিষয়টিই সম্পূর্ণ স্বেচ্ছামূলক (optional) হবে। শুধুমাত্র পরীক্ষার্থীদের পরীক্ষার চাপ কমানোর জন্য এই সিদ্ধান্ত, দাবি সিবিএসই বোর্ডের।
সিবিএসই বোর্ডের জারি করা নির্দেশিকায় বলা হয়েছে, নিয়ম মতো ফেব্রুয়ারি মাসে যেমন দশম শ্রেণির বোর্ডের (10 board) পরীক্ষা হয়, তেমন পরীক্ষা হবে। এপ্রিল মাসে তার ফলাফল প্রকাশিত হবে। এরপরে ফের মে মাসে দ্বিতীয় দফার পরীক্ষা হবে। সেখানে যে কোনও তিনটি বিষয় পর্যন্ত পরীক্ষা দেওয়া যাবে। এর মধ্যে বিজ্ঞান, গণিত, সমাজ বিজ্ঞান ও দুটি ভাষার পরীক্ষা দেওয়া যাবে। দ্বিতীয় দফার পরীক্ষার ফল জুন মাসে বেরোবে।
পরীক্ষার বোঝা কমাতে বছরে দুবার পরীক্ষার ব্যবস্থা চালু করা হচ্ছে বলে জানায় সিবিএসই। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে এই প্রস্তাবনার খসড়া তৈরি করা হয়। সেই খসড়া সংশ্লিষ্ট সব পক্ষকে পর্যালোচনার জন্য দেওয়া হয়। সেই পর্যালোচনায় সব পক্ষই দুবার পরীক্ষার পক্ষে সওয়াল করে। ফলে ২০২৬ সালে সিবিএসই দশমের যে পরীক্ষা হবে সেখানেই বছরে দুবার পরীক্ষা দেওয়ার সুবিধা পাবে পরীক্ষার্থীরা।
–
–
–
–
–
–
–
–
–
–
–