Sunday, August 24, 2025

জোড়া সেঞ্চুরিতে টেস্ট কেরিয়ারে ক্রম তালিকায় সপ্তমে ঋষভ পন্থ

Date:

ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে ভারতের হারের মাঝে একটাই যেন প্রাপ্তি। টেস্ট ফর্ম্যাটে কেরিয়ারের সেরা র্যাঙ্কিংয়ে (Test Ranking) উঠে এলেন ঋষভ পন্থ (Rishabh Pant)। ইংল্যান্ডের বিরুদ্ধে হেডিংলীতে বিধ্বংসী পারফরম্যান্স করেছিলেন তিনি। সেখানেই জোড়া সেঞ্চুরি করেছিলেন ঋষভ পন্থ (Rishabh Pant)। এরপরই টেস্ট কেরিয়ারের ব্যাটারদের তালিকায় সপ্তম স্থানে উঠে এলেন এই তারকা ক্রিকেটার। একইসঙ্গে টেস্টে ব্যাটারদের ক্রম তালিকায় দু ধাপ এগোলেন শুভমন গিলও (Shubman Gill)।

ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় শিবিরে পাঁচটি সেঞ্চুরি। যদিও ভারত সেই ম্যাচে অবশ্য জিততে পারেনি। সেখানে জোড়া সেঞ্চুরি এসেছে ঋষভ পন্থের ব্যাট থেকে। এর আগে কোনও ভারতীয় ব্যাটারই এই রেকর্ড গড়তে পারেনি। আর উইকেটকিপার ব্যাটার হিসাবে ঋষভ পন্থ (Rishabh Pant) দ্বিতীয়। তাঁর আগে এমন রেকর্ড ছিল শুধু অ্যান্ডি ফ্লাওয়ারের। টেস্ট ফর্ম্যাট হলেও ঋষভ পন্থ কিন্তু প্রথম দিন থেকেই ছিলেন আক্রমণাত্মক মেজাজে। একাই কার্যত প্রতিপক্ষ শিবিরের বোলারদের শেষ করে দিয়েছিলেন তিনি। ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ইনিংসে ১৩৪ রানের ইনিংস খেলেছিলেন ঋষভ পন্থ।

দ্বিতীয় ইনিংসেও ভারতের রান এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছিলেন ভারতীয় দলের এই তরুণ ক্রিকেটার। দ্বিতীয় ইনিংসেও ঋষভের ব্যাট থেকে সেঞ্চুরি ইনিংস। সেখানে ১৪০ বলে ১১৮ রানের ইনিংস খেলেছিলেন ঋষভ পন্থ। ভারত জিতলে যে ম্যাচের সেরাও হতেন ঋষভ পন্থ তা বলার অপেক্ষা রাখে না। কিন্তু শেষপর্যন্ত তা হয়নি।

তবে একেবারে খালি হাতে থাকতে হচ্ছে পন্থকে। এই পারফরম্যান্সের পরই কেরিয়ারের সেরা র্যাঙ্কিংয়ে পৌঁছেছেন ঋষভ পন্থ। এখন টেস্ট ব্যাটারদের তালিকায় সপ্তম স্থানে তিনি।

Related articles

যোগীরাজ্যে দলিত ইঞ্জিনিয়ারকে জুতোপেটা বিজেপি নেতার! ভাইরাল ভিডিও

সংবিধান রক্ষার বুলি আওড়ালেও বাস্তবে দলিত–আদিবাসীদের প্রতি ঘৃণা আর বৈষম্যই প্রকাশ পাচ্ছে বিজেপির শাসনে। যোগীরাজ্যে বিদ্যুৎ দফতরের এক...

বিশ্বের ২০ লক্ষ মানুষকে বাঁচানোর চ্যালেঞ্জ: সাপের বিষের ওষুধও এবার বানাবে AI

স্কুল জীবনে বিজ্ঞানের সুফল ও কুফল সকলেই কম বেশি পড়ে থাকি। তারপরেও বিজ্ঞানের কোনও প্রযুক্তি হাতে এলে তার...

চিকিৎসায় গাফিলতির জেরে একবালপুরের নার্সিংহোম বন্ধের নির্দেশ স্বাস্থ্য কমিশনের

আরএমও সেজে অন্তঃসত্ত্বা মহিলাকে ভুল ইঞ্জেকশন দিয়েছিলেন চিকিৎসকের সহকারী, এবার অভিযুক্ত একবালপুরের ওই নার্সিংহোম বন্ধের নির্দেশ দিল স্বাস্থ্য...

‘মেরেই জেলে যাবো’, হুমকির পর স্ত্রীকে পিটিয়ে খুন স্বামীর

দাম্পত্য অশান্তি শেষমেশ রক্তাক্ত পরিণতির দিকে গড়াল। হুগলির দাদপুর থানার বিলাতপুর এলাকায় স্বামীর হাতে খুন হলেন স্ত্রী। ঘটনার...
Exit mobile version