Friday, January 16, 2026

মহাকাশে কেমন কাটল একটা দিন, ISS পৌঁছনোর আগেই বার্তা শুভাংশুর 

Date:

Share post:

দেখতে দেখতে ২৪ ঘণ্টা পেরিয়ে গেছে, ইতিহাস তৈরি করে মহাকাশে ভারতীয় বায়ুসেনার পাইলট শুভাংশু শুক্লা (Shubhanshu Shukla’)। বুধবার বেলা বারোটা বেজে এক মিনিটে কেনেডি স্পেস সেন্টার থেকে ড্রাগন ক্যাপসুলে করে পাড়ি দিয়েছেন চার নভশ্চর। সব ঠিকঠাক থাকলে বৃহস্পতির বিকেল সাড়ে চারটে নাগাদ আন্তর্জাতিক স্পেস স্টেশনে (ISS ) পৌঁছে যাবেন তাঁরা। এই প্রথম পৃথিবীর বাইরে একটা গোটা দিন কাটিয়ে কেমন লাগছে ক্যাপ্টেন শুক্লার। অভিজ্ঞতা ভাগ করে নিলেন লখনৌয়ের ছেলে (Shubhanshu Shukla’s message from space)।

সাতবার পিছিয়ে যাওয়ার পর অষ্টম বারে সফল হয়েছে উৎক্ষেপণ। তারপর থেকেই মহাকাশচারীদের নানা মুহূর্ত অ্যাক্সিয়ম স্পেসের এক্স হ্যান্ডল ও নাসার (NASA ) ওয়েবসাইটে সম্প্রচারিত হয়েছে। এদিন সকালে সরাসরি পৃথিবীর বিজ্ঞানীদের সঙ্গে কথোপকথন সেরেছেন চার নভশ্চর। শুভাংশু বলেন, ‘‘যখন যাত্রা শুরু হল, তখন একটা অদ্ভুত অনুভূতি হচ্ছিল। খুব ভাল সফর ছিল। মহাকাশে পৌঁছোতেই অস্বস্তি শুরু হয়। শুনলাম, গত কাল নাকি আমি পড়ে পড়ে ঘুমিয়েছি!’’ পাশাপাশি তিনি বলেন, শিশুর মতো করে হাঁটাচলা করতে হচ্ছে। এটা আলাদা অভিজ্ঞতা। এই সময় তাঁর সঙ্গে থাকা পেগি হুইটসন, স্লায়োস উজনানস্কি-উইসনিউস্কি এবং টিবর কাপুকে বেশ মজা করতেও দেখা যায়। আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। তারপরই ভারতীয় মহাকাশচারী এই মিশনের সবথেকে বড় পরীক্ষা দিতে চলেছেন। ক্যাপ্টেন শুক্লাকে আইএসএস-এর সঙ্গে নির্বিঘ্নে ডকিং প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। সেদিকেই তাকিয়ে রয়েছেন সকলে।

 

spot_img

Related articles

মোদির সফরের আগেই মালদহে SIR-মৃত্যু: শুনানি আতঙ্কে মৃত আরও ২

চলতি এসআইআর প্রক্রিয়া রাজ্যের সংখ্যালঘু সম্প্রদায়ের থেকে অনেক বেশি আদিবাসী বা মতুয়া রাজবংশী সম্প্রদায়ের মানুষকে অনিশ্চয়তার মুখে ঠেলে...

বেলডাঙায় আক্রান্ত সাংবাদিক সোমা: স্থানীয় তৃণমূল নেতৃত্বকে পাশে থাকার নির্দেশ অভিষেকের, নিন্দা-বিবৃতি প্রেস ক্লাবের

বেলডাঙায় (Beldanga) খবর সংগ্রহ করতে গিয়ে হামলা শিকার জি২৪ ঘণ্টা-র (Zee 24 Ghanta) সাংবাদিক সোমা মাইতি (Soma Maity)।...

স্মৃতিমেদুর ব্রাত্য-সুবোধ: বাংলা আকাদেমিতে প্রকাশিত নাট্যকার ও কবির তিন বই

সম্প্রতি নন্দন প্রাঙ্গনে শেষ হয়েছে লিটল ম্যাগাজিন মেলা। সামনেই অপেক্ষা করছে কলকাতা আন্তর্জাতিক বইমেলা। প্রযুক্তির উদ্ভাবন যে আজও...

সাতদিনেই কাজ: অভিষেকের প্রতিশ্রুতি মতো শালতোড়ায় পাথর খাদান খোলার প্রক্রিয়া শুরু

প্রতিশ্রুতি দিয়েছিলেন ১৮টি পাথর খাদান খোলার জন্য মুখ্যমন্ত্রী থেকে দফতরের আধিকারিকদের সঙ্গে কথা বলেছেন। দ্রুত সেগুলি খুলে ২৫...