লিডসে সুপার হিট ঋষভ পন্থের (Rishabh Pant) সামালসল্ট (Somersault)। প্রথম ইনিংসে সেঞ্চুরি পাওয়ার পরই সামারসল্ট দিয়েছিলেন ঋষভ পন্থ। সেই ছবি মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে গিয়েছিল। দ্বিতীয় ইনিংসেও দুরন্ত সেঞ্চুরি করেছিলেন ঋষভ পন্থ(Rishabh Pant)। এরপরই তাঁকে সামারসল্টের জন্য বারবার অনুরোধ করতে থাকেন ভারতীয় দলের আরেক প্রাক্তন তারকা ক্রিকেটার সুনীল গাভাসকর। কিন্তু তা প্রত্যাখ্যান করেছিলেন ঋষভ পন্থ। কেন এমনটা করেছিলেন সেই কথাই এবার প্রকাশ্যে এল। নাম না নিলেও গম্ভীরের (Gautam Gambhir) নির্দেশেই নাকি প্রত্যাখ্যান করেছিলেন তিনি।

ঋষভ পন্থের (Rishabh Pant_ সামার সল্ট এবার ভাইরাল হয়ে গিয়েছে। কিন্তু সেটা যেন তিনি বারবার না করেন সেই নির্দেশই নাকি দিয়েছিলেন ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীর। মুখে না বললেও, চোট আঘাতের জন্যই যে এই নির্দেশ এসেছিল গম্ভীরের তরফ থেকে তা বলার অপেক্ষা রাখে না।

সূত্রের খবর অনুযায়ী সামারসল্ট ভল্ট দিতে নাকি টিম ম্যানেজমেন্টের কেউ একজন বারন করেছিল ঋষভ পন্থকে। সেখান থেকেই শুরু হয়েছিল জল্পনাটা। এমনকি গাভাসকরের অনুকরোধও ফিরিয়ে দিয়েছিলেন ঋষভ পন্থ। কেন এমনটা করলেন। শোনা যাচ্ছে টিম ম্যানেজমেন্টের সেই সদস্য নাকি গৌতম গম্ভীর নিজে। তাঁর নির্দেশেই ঋষভের আপাতত সামারসল্ট বন্ধ।

–

–

–

–

–

–

–

–
–
–
–
–