৩ জুলাই থেকে শুরু হচ্ছে অমরনাথ যাত্রা। তার আগে এক জঙ্গিকে নিকেশ করল জম্মু-কাশ্মীরের পুলিশ এবং সেনা। বৃহস্পতিবার সেনাবাহিনীর হোয়াইট নাইট কর্পস জানিয়েছে, ‘অপারেশন বিহালি’ নামে এই অভিযান এখনও চলছে। উধমপুরের বসন্তগড় এলাকায় এই অভিযানেই খতম করা হয়েছে জঙ্গি। সূত্রের খবর, নিহত জঙ্গি জইশ-ই-মহম্মদ সংগঠনের সদস্য।

সেনা জানিয়েছে, গোপন তথ্যের ভিত্তিতে এদিন তল্লাশি অভিযান চালায় জম্মু-কাশ্মীর পুলিশ এবং সেনার যৌথবাহিনী। তারপরেই শুরু হয় গুলির লড়াই। উধমপুরের ওই এলাকায় আরও আরো তিন জঙ্গি লুকিয়ে রয়েছে। সেই কারণে গোটা এলাকা ঘিরে এখনো চলছে তল্লাশি।

গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ে জঙ্গি হামলার কথা মাথায় রেখে অমরনাথ যাত্রায় পুন্যার্থীদের নিরাপত্তা বৃদ্ধি করা হচ্ছে। ইতিমধ্যেই সেখানে ১৮০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। অনন্তনাগ জেলার পহেলগাঁও ছাড়াও বালতাল হয়ে যাওয়া যায় অমরনাথের গুহায়। আগেই অমরনাথ যাত্রার নিরাপত্তার কারণে এবছর বহু নিয়ম চালু করেছে জম্মু-কাশ্মীর প্রশাসন।

আরও পড়ুন – বিজেপি-রাজ্যে অত্যাচারিত বাংলার শ্রমিকরা! হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

_

_

_

_

_

_

_
_
_
_
_