Tuesday, November 11, 2025

দলের অনুমতি ছাড়াই কালীগঞ্জের মৃতার বাড়িতে হুমায়ুন! শৃঙ্খলাভঙ্গে অভিযোগে শোকজের চিঠি তৃণমূলের

Date:

Share post:

কালীগঞ্জে বালিকা মৃত্যুর তার বাড়ি গিয়েছিলেন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। অভিযোগ, তিনি না কি মৃতা তমন্না খাতুনের পরিবারকে অর্থ সাহায্য করতে চান। সেই টাকা ফিরিয়ে ক্ষোভে ফেটে পরে পরিবার। এই ঘটনায় এবার হুমায়ুন কবীরকে (Humayun Kabir) শোকজ করল তৃণমূল (TMC)। তাঁর বিরুদ্ধে অভিযোগ, দলকে না জানিয়ে তিনি বিষয়টিতে হস্তক্ষেপ করেছেন। এর ফলে দলের ভাবমূর্তিতে আঘাত লেগেছে। দলীয় শৃঙ্খলাভঙ্গের জন্য তাঁকে আগামী তিনদিনের মধ্যে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছে।

নদিয়ার কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনে (Kaliganj Assembly By-Election) বিপুল ভোটে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী আলিফা আহমেদ। ভোট গণনায় এই ট্রেন্ড সামনে আসার পরেই এলাকায় বিজয় মিছিল বের করে তৃণমূল। অভিযোগ, সেই মিছিলে ফাটানো বোমার আঘাতে মৃত্যু হয় ক্লাস ফোরের ছাত্রী তামান্নার। ঘটনার পরেই কড়া পদক্ষেপ করার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। দোষীদের রেয়াত করা হবে না বলে বার্তা দেন। প্রশাসনের তরফে তৎপরতার ফলে অনেককে গ্রেফতার করা হয়েছে। এই পরিস্থিতিতে তামান্নার বাড়ি যান ডেবরার তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। অভিযোগে, সেখানে তিনি বালিকার পরিবারকে অর্থ সাহায্য করতে চান। কিন্তু টাকা নয়, বিচার চায় পরিবার। এই ঘটনায় অস্বস্তিতে পড়ে শাসকদল।

এর পরেই বৃহস্পতিবার এই কাজের জন্য হুমায়ুনকে (Humayun Kabir) শোকজ করল তৃণমূল। দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সির তরফে চিঠি পাঠিয়ে তিনদিনের মধ্যে জবাব তলব করা হয়েছে। চিঠিতে ডেবরার বিধায়ক হুমায়ুন কবীরকে উদ্দেশ্য করে লেখা হয়েছে,
“বিষয়: কারণ দর্শানোর নির্দেশ
মহাশয়,
নদীয়ার কালিগঞ্জ বিধানসভার সদ্য সমাপ্ত উপনির্বাচন উপলক্ষে একটি নিদারুণ দুঃখজনক ঘটনা ঘটে গেছে।
অত্যন্ত সংবেদনশীল এই দুঃখজনক ঘটনায় পার্টির সর্বোচ্চ নেতৃত্ব বিশেষভাবে অবহিত আছেন এবং প্রয়োজনীয় কঠোর ব্যবস্থা নিচ্ছেন।
এই ব্যাপারে গত ২৫শে জুন 2025 তারিখে দলের অনুমতি ছাড়াই আপনার অযাচিত হস্তক্ষেপ আমাদের দলের ভাবমূর্তিকে যারপরনাই আঘাত করেছে।
দলীয় শৃঙ্খলা ভঙ্গের এই আচরণের জন্য আপনাকে আগামী তিন দিনের মধ্যে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হচ্ছে।
বিনীত
সুরুত বক্সী
সভাপতি
পশ্চিমবঙ্গ রাজ্য তৃণমূল কংগ্রেস”

আগেই তৃণমূলের তরফে জানানো হয়েছিল, কারও কাজের জন্য দলের ভাবমূর্তি নষ্ট হয়, তাহলে তাঁকে রেয়াত করবে না দল। প্রথমে তিনবার শোকজ ও তার পরেও সতর্ক হলে বহিষ্কার করা হবে। দলীয় শৃঙ্খলা ভেঙে এর আগেও বেশি কয়েকজন নেতৃত্ব শোকজের চিঠি পেয়েছেন। এবরা প্রাক্তন আইপিএস তথা তৃণমূল বিধায়ক হুমায়ুন কী জবাব দেন সেটাই দেখার।

spot_img

Related articles

স্বাস্থ্য ক্ষেত্রে বিপ্লব, রাজ্যে ১৪ বছরে ৭০ হাজার কোটি টাকার বিনিয়োগ : মুখ্যমন্ত্রী 

রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামোয় গত ১৪ বছরে আমূল পরিবর্তন এসেছে বলে দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্বাস্থ্যভবন থেকে এক...

দিল্লি বিস্ফোরণ থেকে সতর্ক লালবাজার, ইডেনে বর্জ্র-আটুঁনি

ভারত-দক্ষিণ আফ্রিকা টেস্টের(IND vs SA Test) আগে ইডেন পরিদর্শনে নগরপাল মনোজ বর্মা(Manoj Varma)। দিল্লি বিস্ফোরণ কাণ্ডের পর সতর্ক...

Kiff: মঙ্গল-সন্ধ্যায় সিনে আড্ডায় হঠাৎ হাজির মুখ্যমন্ত্রী, শোনালেন ‘দুষ্টুমির গল্প’

সিনে প্রেমীদের এখন তীর্থক্ষেত্র নন্দন-রবীন্দ্রসদন চত্বর। সেখানে চলছে ৩১তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (Kiff)। মঙ্গলবার, সন্ধেয় আচমকাই নন্দন...

ইডেনে পুরানো বন্ধুর সঙ্গে দেখা গিলের, হাসি-মজায় মাতলেন দুই পঞ্জাব পুত্র

ইডেনের ক্লাব হাউসে হঠাত দেখা দুই পঞ্জাব পুত্রের। ক্রিকেটের নন্দন কাননে দুই বন্ধুর রিইউনিয়ন। বর্তমানে ভারতীয় ক্রিকেটের পোস্টার...