Thursday, December 4, 2025

দলের অনুমতি ছাড়াই কালীগঞ্জের মৃতার বাড়িতে হুমায়ুন! শৃঙ্খলাভঙ্গে অভিযোগে শোকজের চিঠি তৃণমূলের

Date:

Share post:

কালীগঞ্জে বালিকা মৃত্যুর তার বাড়ি গিয়েছিলেন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। অভিযোগ, তিনি না কি মৃতা তমন্না খাতুনের পরিবারকে অর্থ সাহায্য করতে চান। সেই টাকা ফিরিয়ে ক্ষোভে ফেটে পরে পরিবার। এই ঘটনায় এবার হুমায়ুন কবীরকে (Humayun Kabir) শোকজ করল তৃণমূল (TMC)। তাঁর বিরুদ্ধে অভিযোগ, দলকে না জানিয়ে তিনি বিষয়টিতে হস্তক্ষেপ করেছেন। এর ফলে দলের ভাবমূর্তিতে আঘাত লেগেছে। দলীয় শৃঙ্খলাভঙ্গের জন্য তাঁকে আগামী তিনদিনের মধ্যে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছে।

নদিয়ার কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনে (Kaliganj Assembly By-Election) বিপুল ভোটে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী আলিফা আহমেদ। ভোট গণনায় এই ট্রেন্ড সামনে আসার পরেই এলাকায় বিজয় মিছিল বের করে তৃণমূল। অভিযোগ, সেই মিছিলে ফাটানো বোমার আঘাতে মৃত্যু হয় ক্লাস ফোরের ছাত্রী তামান্নার। ঘটনার পরেই কড়া পদক্ষেপ করার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। দোষীদের রেয়াত করা হবে না বলে বার্তা দেন। প্রশাসনের তরফে তৎপরতার ফলে অনেককে গ্রেফতার করা হয়েছে। এই পরিস্থিতিতে তামান্নার বাড়ি যান ডেবরার তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। অভিযোগে, সেখানে তিনি বালিকার পরিবারকে অর্থ সাহায্য করতে চান। কিন্তু টাকা নয়, বিচার চায় পরিবার। এই ঘটনায় অস্বস্তিতে পড়ে শাসকদল।

এর পরেই বৃহস্পতিবার এই কাজের জন্য হুমায়ুনকে (Humayun Kabir) শোকজ করল তৃণমূল। দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সির তরফে চিঠি পাঠিয়ে তিনদিনের মধ্যে জবাব তলব করা হয়েছে। চিঠিতে ডেবরার বিধায়ক হুমায়ুন কবীরকে উদ্দেশ্য করে লেখা হয়েছে,
“বিষয়: কারণ দর্শানোর নির্দেশ
মহাশয়,
নদীয়ার কালিগঞ্জ বিধানসভার সদ্য সমাপ্ত উপনির্বাচন উপলক্ষে একটি নিদারুণ দুঃখজনক ঘটনা ঘটে গেছে।
অত্যন্ত সংবেদনশীল এই দুঃখজনক ঘটনায় পার্টির সর্বোচ্চ নেতৃত্ব বিশেষভাবে অবহিত আছেন এবং প্রয়োজনীয় কঠোর ব্যবস্থা নিচ্ছেন।
এই ব্যাপারে গত ২৫শে জুন 2025 তারিখে দলের অনুমতি ছাড়াই আপনার অযাচিত হস্তক্ষেপ আমাদের দলের ভাবমূর্তিকে যারপরনাই আঘাত করেছে।
দলীয় শৃঙ্খলা ভঙ্গের এই আচরণের জন্য আপনাকে আগামী তিন দিনের মধ্যে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হচ্ছে।
বিনীত
সুরুত বক্সী
সভাপতি
পশ্চিমবঙ্গ রাজ্য তৃণমূল কংগ্রেস”

আগেই তৃণমূলের তরফে জানানো হয়েছিল, কারও কাজের জন্য দলের ভাবমূর্তি নষ্ট হয়, তাহলে তাঁকে রেয়াত করবে না দল। প্রথমে তিনবার শোকজ ও তার পরেও সতর্ক হলে বহিষ্কার করা হবে। দলীয় শৃঙ্খলা ভেঙে এর আগেও বেশি কয়েকজন নেতৃত্ব শোকজের চিঠি পেয়েছেন। এবরা প্রাক্তন আইপিএস তথা তৃণমূল বিধায়ক হুমায়ুন কী জবাব দেন সেটাই দেখার।

spot_img

Related articles

কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন! দ্রুত কমছে এসআইআর-এ ভোটারহীন বুথ 

এসআইআর-এর ভোটারহীন বা ‘শুষ’ বুথগুলির সংখ্যা দ্রুত কমতে শুরু করেছে। মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে যে সংখ্যা ছিল ২২০৮,...

বহুতল সমস্যা সমাধানে সর্বদা পাশে রাজ্য সরকার: জানালেন মুখ্যমন্ত্রী

বহুতল সমস্যা সমাধানে রাজ্য সরকার তথা তৃণমূল কংগ্রেস পাশে থাকবে। আরও স্পষ্ট ভাবে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার...

রাজ্যের শিক্ষক-কর্মীদের জন্য সুখবর: এবার মিলবে অতিরিক্ত ১০% মহার্ঘ ভাতা

স্কুল শিক্ষা দফতরের পক্ষ থেকে ঘোষণা করা হল যে রাজ্যের সরকারি ও সরকারপোষিত স্কুল এবং সংস্কৃত টোলের শিক্ষক...

শিক্ষামন্ত্রী না থাকলে বিজয়ের গোড়ায় পৌঁছানো সম্ভব হত না: কৃতজ্ঞতা প্রকাশ পর্ষদ সভাপতির

রাজনৈতিক অভিসন্ধি থেকে যে ৩২ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, তা প্রমাণ...