Monday, August 25, 2025

প্রবল আড়ম্বরে দিঘায় মাসির বাড়ি পৌঁছল রথ, আরতি করে কলকাতার পথে মুখ্যমন্ত্রী

Date:

প্রবল আড়ম্বরের মধ্যে দিঘায় পালিত হল রথযাত্রা। শুক্রবার, জগন্নাথ মন্দির থেকে তিনটি সুসজ্জিত রথে মাসির বাড়িতে পৌঁছন জগন্নাথ, বলরাম, সুভদ্রা। রথযাত্রা শুরু পরে মাসির বাড়ি পৌঁছেও জগন্নাথদেবের আরতি করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তার পরেই সেখান থেকে হোটেলের উদ্দেশে রওনা দেন তিনি। শুক্রবার, সন্ধেয় কলকাতা ফিরে আসেন মুখ্যমন্ত্রী।

বিপুল জনসমুদ্রের মধ্যে দিয়ে সোনার ঝাড়ু দিয়ে রাস্তা ঝাঁট দিয়ে দিঘার জগন্নাথ ধামে রথযাত্রার (RathYatra) সূচনা করেন মুখ্যমন্ত্রী। প্রথা মেনে তিনটি রথের সামনেই আরতি করেন তিনি। নির্ধারিত সময় মেনে রথের রশিতে টান পড়ে। মাসির বাড়ি পর্যন্ত রথের সঙ্গেই হেঁটে পৌঁছন মমতা। বলভদ্র, সুভদ্রা ও সুদর্শনকে রথ থেকে নামিয়ে মাসির বাড়িতে নিয়ে যাওয়া হয়। পরে কীর্তন সহযোগে আনা হয় জগন্নাথদেবকে। সেখানেও আরতি করেন মুখ্যমন্ত্রী।

এই রথ দেখতে ভিড় উপচে পড়ে রাস্তার দু’পাশে। রাস্তার দুধারের ব্যারিকেডেই রথের রশি স্পর্শ করে ছিল। মুখ্যমন্ত্রী জানান, সেই দড়ি ছুঁলেই রথের রশি স্পর্শ হবে।

দিঘায় জগন্নাথ মন্দির উদ্বোধনের পরে এইবারে প্রথম পালন হচ্ছে রথযাত্রা (RathYatra)। তুমুল উদ্দীপনা সৈকত শহরজুড়ে। কাতারে কাতারে পুণ্যার্থীরা উপস্থিত হয়েছেন রথযাত্রা উপলক্ষ্যে। মন্দির উদ্বোধনের সময়ই সোনার ঝাড়ু উপহার দিয়েছিলেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। সেই সোনার ঝাড়ু দিয়ে রাস্তা ঝাঁট নিয়ে রথযাত্রার সূচনা করেন মমতা। তার আগে তিনটি রথের সামনেই আরতি করেন মুখ্যমন্ত্রী। রথের রশিতে টান দেন মুখ্যমন্ত্রী।
আরও খবরবাংলার দুর্গা পাড়ি দিচ্ছেন পোল্যান্ড, মিন্টু পালের প্রতিমায় মুগ্ধ কুণাল

Related articles

গাজায় সাংবাদিকসহ ১৯ জনের মৃত্যু! নীরব নেতানিয়াহু

দুর্ভিক্ষপীড়িত গাজায় ফের রক্তক্ষয়ী হামলা চালাল ইজরায়েলি সেনা। সোমবার দুপুরে গাজার খান ইউনিসের নাসের হাসপাতালে একাধিক ক্ষেপণাস্ত্র ও...

শ্রমশ্রী প্রকল্পে ভুয়ো আবেদন রুখতে কড়া নজরদারি রাজ্যের 

ঘরে ফেরা পরিযায়ী শ্রমিকদের জন্য ঘোষিত শ্রমশ্রী প্রকল্পে প্রকৃত ও যোগ্য প্রার্থীরাই সুযোগ পান, তা নিশ্চিত করতে বিশেষ...

আদিবাসী উন্নয়ন আরও সুদূর প্রসারি করার বার্তা মুখ্যমন্ত্রীর, সৌজন্য উড়িয়ে বৈঠকে অনুপস্থিত বিজেপি

আদিবাসী উন্নয়ন নয়, রাজনীতিই যে তাদের লক্ষ্য তা আরও একবার প্রমাণ করল বিজেপি (BJP)। আমন্ত্রণ পেয়েও সৌজন্যের জবাব...

DHFC-র হারের পরই ক্লাব থেকে কর্তাদের ছোট করার চেষ্টা, জবাব দিলেন মানস

ডুরান্ড কাপের(Durand Cup) ফাইনালে পৌঁছে সকলকে চমকে দিয়েছিল ডায়মন্ডহারবার এফসি(DHFC)। বাংলার ফুটবলকে যে দল নতুন স্বপ্ন দেখাচ্ছে, তাদের...
Exit mobile version