Wednesday, November 12, 2025

প্রবল আড়ম্বরে দিঘায় মাসির বাড়ি পৌঁছল রথ, আরতি করে কলকাতার পথে মুখ্যমন্ত্রী

Date:

প্রবল আড়ম্বরের মধ্যে দিঘায় পালিত হল রথযাত্রা। শুক্রবার, জগন্নাথ মন্দির থেকে তিনটি সুসজ্জিত রথে মাসির বাড়িতে পৌঁছন জগন্নাথ, বলরাম, সুভদ্রা। রথযাত্রা শুরু পরে মাসির বাড়ি পৌঁছেও জগন্নাথদেবের আরতি করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তার পরেই সেখান থেকে হোটেলের উদ্দেশে রওনা দেন তিনি। শুক্রবার, সন্ধেয় কলকাতা ফিরে আসেন মুখ্যমন্ত্রী।

বিপুল জনসমুদ্রের মধ্যে দিয়ে সোনার ঝাড়ু দিয়ে রাস্তা ঝাঁট দিয়ে দিঘার জগন্নাথ ধামে রথযাত্রার (RathYatra) সূচনা করেন মুখ্যমন্ত্রী। প্রথা মেনে তিনটি রথের সামনেই আরতি করেন তিনি। নির্ধারিত সময় মেনে রথের রশিতে টান পড়ে। মাসির বাড়ি পর্যন্ত রথের সঙ্গেই হেঁটে পৌঁছন মমতা। বলভদ্র, সুভদ্রা ও সুদর্শনকে রথ থেকে নামিয়ে মাসির বাড়িতে নিয়ে যাওয়া হয়। পরে কীর্তন সহযোগে আনা হয় জগন্নাথদেবকে। সেখানেও আরতি করেন মুখ্যমন্ত্রী।

এই রথ দেখতে ভিড় উপচে পড়ে রাস্তার দু’পাশে। রাস্তার দুধারের ব্যারিকেডেই রথের রশি স্পর্শ করে ছিল। মুখ্যমন্ত্রী জানান, সেই দড়ি ছুঁলেই রথের রশি স্পর্শ হবে।

দিঘায় জগন্নাথ মন্দির উদ্বোধনের পরে এইবারে প্রথম পালন হচ্ছে রথযাত্রা (RathYatra)। তুমুল উদ্দীপনা সৈকত শহরজুড়ে। কাতারে কাতারে পুণ্যার্থীরা উপস্থিত হয়েছেন রথযাত্রা উপলক্ষ্যে। মন্দির উদ্বোধনের সময়ই সোনার ঝাড়ু উপহার দিয়েছিলেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। সেই সোনার ঝাড়ু দিয়ে রাস্তা ঝাঁট নিয়ে রথযাত্রার সূচনা করেন মমতা। তার আগে তিনটি রথের সামনেই আরতি করেন মুখ্যমন্ত্রী। রথের রশিতে টান দেন মুখ্যমন্ত্রী।
আরও খবরবাংলার দুর্গা পাড়ি দিচ্ছেন পোল্যান্ড, মিন্টু পালের প্রতিমায় মুগ্ধ কুণাল

Related articles

দিল্লি বিস্ফোরণে ছিন্নভিন্ন দেহ সনাক্তকরণে ট্যাটু- টি-শার্টে ভরসা!

লালকেল্লার সামনে ভয়াবহ বিস্ফোরণের (Delhi blast near Red fort) জেরে মৃতদের সনাক্তকরণে বাড়ছে সমস্যা (Deadbody Identification)। দেহ ছিন্নভিন্ন...

দিল্লি বিস্ফোরণে ধৃত বেড়ে ১৫, তদন্তে দশ সদস্যের NIA টিম

লালকেল্লায় কাছে বিস্ফোরণ পরিকল্পনা মাফিক নয় বরং তাড়াহুড়োর জেরেই ঘটেছে এই ঘটনা, কি খাবার কেন্দ্রীয় রিপোর্টে উঠে এলো...

তিলোত্তমার তাপমাত্রা ১৭ ডিগ্রি, বুধেই মরশুমের শীতলতম দিন মহানগরীতে!

বঙ্গবাসীর আশা পূরণ করে স্বমহিমায় ইনিংস শুরু করেছে শীত (Winter)। নভেম্বরের প্রথম সপ্তাহ শেষ হতে না হতেই পারদ...

টার্গেট ছিল দেশের প্রজাতন্ত্র দিবস! দিল্লিকাণ্ডে ধৃতকে জেরায় চাঞ্চল্যকর তথ্য 

দিল্লির লালকেল্লার (Red fort Delhi) সামনে বিস্ফোরণের ঘটনায় একের পর এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে। আগামী প্রজাতন্ত্র দিবসের (Indian...
Exit mobile version