Monday, November 3, 2025

বিশ্বের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া ফুটবলার রোনাল্ডো! আল-নাসেরের সঙ্গে বিশাল অংকের চুক্তি মহাতারকার

Date:

একদিনে সাড়ে পাঁচ কোটি টাকা পারিশ্রমিক! ভাবতে অবাক লাগলেও এই ঘটনাটি যার সঙ্গে ঘটেছে তিনি ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)। যে সময় তারকারা ফুটবল (football) থেকে অবসর নেওয়ার কথা ভাবেন, সেই সময়ে পূর্ণ উদ্যমে দৌড়চ্ছেন পর্তুগিজ প্লেয়ার। আল নাসেরের সঙ্গে রোনাল্ডোর (Cristiano Ronaldo) নতুন চুক্তিতে শুধু যে কয়েক কোটি টাকার পারিশ্রমিক থাকছে তাই নয়, সঙ্গে মিলছে প্রাইভেট জেট থেকে ক্লাবের মালিকানাও!

২০২৭ সাল পর্যন্ত সৌদি আরবের লিগে খেলবেন সিআর সেভেন (CR 7)। বৃহস্পতিবার আল-নাসেরের সঙ্গে দু’বছরের চুক্তি হয়েছে। হিসেব বলছে, ফুটবলের মহাতারকা এই ক্লাবে জার্সি গায়ে পরে মাসিক পারিশ্রমিকের হিসেবে পাবেন ১৬৭ কোটি টাকা, সপ্তাহে সাড়ে ৩৮ কোটি টাকা। অর্থাৎ প্রতি দিনের হিসেব করলে এই অঙ্কটা প্রায় সাড়ে ৫ কোটি। যদি আরেকটু তলিয়ে ঘণ্টা বা মিনিটের হিসাব করা যায়, তাহলে চোখ কপালে ওঠার জোগাড়। ক্রিশ্চিয়ানো প্রতি ঘণ্টায় আয় করবেন ২৩ লক্ষ টাকা, মিনিটে ৩৮ হাজার এবং প্রতি সেকেন্ডে ৬৩৬ টাকা। অংকটা এখানেই শেষ হয়ে যাচ্ছে না। পর্তুগালের তারকা প্লেয়ার বোনাস হিসেবে পাবেন প্রথম বছরে ২৮৮ কোটি টাকা, যা দ্বিতীয় বছরে ৪৪৭ কোটি। রোনাল্ডো সমাজমাধ্যমে লেখেন, ‘‘একটি নতুন অধ্যায় শুরু হল। একই আবেগ, একই স্বপ্ন। একসাথে ইতিহাস তৈরি হবে।’’ উল্লেখ্য, ২০২৩ সালে সৌদির ক্লাবে যোগ দেওয়ার পর থেকেই রোনাল্ডো এই অঞ্চলে ফুটবলের আকর্ষণ এবং বাজারমূল্য দ্বিগুণ বাড়িয়ে দিয়েছেন। চুক্তিতে বাড়তি সুবিধা হিসেবে থাকছে —প্রাইভেট জেট ব্যবহারের সুবিধা, ক্লাবের একটি ১৫ শতাংশের শেয়ার, যার আনুমানিক বাজারমূল্য কয়েকশো কোটি টাকারও বেশি। যদি আল নাসের সৌদি লিগে চ্যাম্পিয়ন হয়, তা হলে রোনাল্ডোর বাড়তি বোনাস হবে ৯৪ কোটি টাকা, এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগ জিতলে রোনাল্ডো পাবেন ৭৬ কোটি এবং সোনার বুট জিতলে পাবেন ৪৭ কোটি টাকা। নিজে গোল প্রতি আবিন ৯৪ লক্ষ টাকা কাউকে গোল করতে সাহায্য করলে সেক্ষেত্রে অংকটা দাঁড়াবে ৪৭ লক্ষ টাকার। মাঠে বাইরে স্পনসরশিপ বাবদ পাবেন ৭০৫ কোটি টাকা। আরও পড়ুন : কাঁঠাল চুরি করতে গিয়ে মগডালে উঠে বিপত্তি! হাসপাতালে ঠাঁই যুবকের

Related articles

নতুন মাইলফলক ছুঁল স্বাস্থ্যসাথী প্রকল্প: রাজ্যবাসীর পাশে থাকার প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর

রাজ্যের মানুষের জন্য উন্নয়নমূলক প্রকল্প প্রতিনিয়ত প্রণয়ন থেকে তা পর্যালোচনার মাধ্যমে এগিয়ে নিয়ে চলেছে বর্তমান বাংলার সরকার। সেই...

পার্কিং নিয়ে বিবাদের জেরে ছুরি দিয়ে আঘাত খাস কলকাতায়

শুরুতে ছিল পার্কিং(Parking) নিয়ে বচসা আর তারপরেই এক যুবককে ছুরিকাঘাতের( Stabbed )অভিযোগ উঠল তোপসিয়া থানা(Topsia PS) এলাকায়। রবিবার...

ব্রাত্যজন থেকে বিশ্বকাপজয়ী দ্রোণাচার্য, অমল আলোয় উদ্ভাসিত ভারত

বিশ্বজয়ের(India's Women's World Cup) সাফল্যের আলোয় উদ্ভাসিত ভারতীয় মহিলা ক্রিকেট। উৎসবের মরশুম শেষে নতুন করে দেবীপক্ষের ভোর আনলেন...

জলীয় বাষ্প উপকূলে: শীতের বাধা বঙ্গোপসাগরের নিম্নচাপ

নভেম্বরেও শীতে বাধা। ফের জলীয় বাষ্পপূর্ণ বাতাসের ঘনঘটা বাংলার উপকূলে। যার জেরে সপ্তাহের মধ্যভাগে ফের হালকা বৃষ্টির পূর্বাভাস...
Exit mobile version