Friday, November 7, 2025

দেশের একের পর এক প্রকল্প বন্ধ করার চেষ্টা চালিয়ে গিয়েছে মোদি সরকার। বিজেপি শাসিত রাজ্য ও বিজেপি ঘনিষ্ঠ রাজ্যগুলিকে সরকারি সুবিধা পাইয়ে দিতে মোদি সরকারের খয়রাতির শেষ নেই। আর তার জেরে দেশের অর্থনীতি কোথায় গিয়ে পৌঁছাচ্ছে তা স্পষ্ট আরবিআই-এর (RBI) রিপোর্টে, যেখানে দেখা যাচ্ছে গত এক বছরে ভারতের ঋণের (debt) পরিমাণ ১০ শতাংশ বেড়ে ৭৩ হাজার ৬৪০ কোটি মার্কিন ডলারে পৌঁছেছে। সেই সঙ্গে সমান তালে বেড়েছে কেন্দ্রের সরকারের ঋণের পরিমাণও।

রিজার্ভ ব্যাঙ্কের তথ্য বলছে ২০২৪ সালের মার্চের শেষে দেশের সামগ্রিক ঋণের পরিমাণ ছিল ৬৬ হাজার ৮৮০ কোটি মার্কিন ডলার। সেই ঋণ (debt) ২০২৫ সালের মার্চের শেষে ১০ শতাংশের কাছাকাছি বেড়ে (increase) দাঁড়ায় ৭৩ হাজার ৬৩০ কোটি মার্কিন ডলার (USD)। বৈদেশিক ঋণের পরিমাণ আরও বেশি বেড়েছে। বৈদেশিক ঋণ বেড়েছে ১৯.১ শতাংশ। তার আগের আর্থিক বছরে এই বৃদ্ধির পরিমাণ ছিল ১৮.৫ শতাংশ।

কেন্দ্রের মোদি সরকার যে ঋণের পরিমাণ বাড়িয়ে চলেছে, তা স্পষ্ট আরবিআই-এর (RBI) তথ্য। জানানো হয়েছে, সরকার ধার করেছে ১৬ হাজার ৮৪০ কোটি মার্কিন ডলার। সেই সঙ্গে বিভিন্ন ব্যাঙ্কিং সংস্থাগুলি ঋণ করেছে ২০ হাজার ২১০ কোটি মার্কিন ডলার।

আশ্চর্যজনভাবে যে ঋণ বেড়েছে তার বেশিরভাগটাই দীর্ঘ মেয়াদি ঋণ। স্বল্প মেয়াদি ঋণ বরং এই সময়ের মধ্যে কমেছে। স্বল্প মেয়াদি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ১৮.৩ শতাংশে, যা আগের বছর ছিল ১৯.১ শতাংশ। উল্টোদিকে দীর্ঘ মেয়াদি ঋণ ৬ হাজার ৬০ কোটি মার্কিন ডলার বেড়ে (increase) দাঁড়িয়েছে ৬০ হাজার ১৯০ কোটি মার্কিন ডলারে (USD)। অর্থাৎ একটা দীর্ঘ সময়ের জন্য বিজেপির মোদি সরকার গোটা দেশের মানুষকে ঋণের বোঝার তলায় পিষ্ট করা জন্য ছেড়ে যেতে চাইছে। ফলে পরবর্তীকালে নতুন সরকার গঠিত হলে তারা আর্থিক সংস্কারের আগেই বিশ্ব অর্থনীতির ঋণের বোঝার তলায় পড়বে।

Related articles

চিংড়িঘাটা মোড়ে যানজট কমাতে নতুন সেতু নির্মাণের উদ্যোগ কেএমডিএ-র

ইএম বাইপাসের চিংড়িঘাটা মোড়ে দীর্ঘদিনের যানজট সমস্যার সমাধানে বড় পদক্ষেপ নিতে চলেছে কেএমডিএ। শান্তিনগর খালের উপর বর্তমান সরু...

নামের বানানভুল থেকে ডিটেনশন আতঙ্ক! এসআইআর আতঙ্কে মানসিক চাপে সাঁইথিয়ায় মৃত্যু বৃদ্ধের

ইলামবাজারের ঘটনার পর ফের এসআইআর আতঙ্কে মৃত্যু বীরভূমে। হৃদরোগে প্রয়াত হলেন সাঁইথিয়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বিমান...

বিহারে প্রথম দফায় অতিরিক্ত ভোটদানে নতুন সমীকরণ! চিন্তায় শাসক শিবির

বিহার বিধানসভা নির্বাচনের প্রথম দফায় ভোটদানের হার নিয়ে রাজনৈতিক চর্চা তুঙ্গে। বৃহস্পতিবার ১২১টি আসনে ভোটগ্রহণ শেষ হয়েছে। নির্বাচনী...

JNU-তে ফের বাম জোটের জয়জয়কার, খাতা খুলতে পারল না ABVP

ফের দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র ভোটে (JNU Students' Union Elections) খাতা খুলতে পারল না এবিভিপি। JNU ছাত্র...
Exit mobile version