মাত্র ৪২ বছর বয়সে হঠাৎই চলে গেলেন কাঁটা লাগা গার্ল শেফালি জরিয়ালা (Shefali Jariwala)। আর তারপরেই উঠছে প্রশ্ন, এই মৃত্যু কি স্বাভাবিক? নাকি এর পিছনে লুকিয়ে আছে অন্য রহস্য! প্রাথমিকভাবে হৃদরোগে আক্রান্ত হওয়ার কথা বলা হলেও, ঘটনাস্থলে ফরেনসিক টিমের উপস্থিতি ও পুলিশি জিজ্ঞাসাবাদে প্রশ্ন উঠছে—এ কি নিছক দুর্ঘটনা, নাকি এর নেপথ্যে রয়েছে অন্য কোনো গল্প?

শুক্রবার গভীর রাতে আচমকা অসুস্থ হয়ে পড়েন শেফালি (Shefali Jariwala)। দ্রুত তাঁকে কুপার হাসপাতালে নিয়ে যান স্বামী পরাগ ত্যাগী। চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে অনুমান, হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়েছে। কিন্তু বিষয়টি এখানেই থেমে থাকেনি। শনিবার সকালে অভিনেত্রীর আন্ধেরির বাড়িতে পৌঁছায় ফরেনসিক বিশেষজ্ঞ দল। তল্লাশি চালানো হয় ঘরের বিভিন্ন অংশে। গৃহকর্মী, রাঁধুনি ও পরিচালকদের জিজ্ঞাসাবাদ করা হয়। যদিও পুলিশ জানিয়েছে, এটি রুটিন তদন্তের অংশ, তবে শেফালির আকস্মিক মৃত্যুকে ঘিরে ‘রহস্যের গন্ধ’ পাচ্ছেন অনেকে।

প্রতিবেশীদের কথায়, “মৃত্যুর আগের দিন সন্ধ্যায়ও স্বামী ও পোষ্যকে নিয়ে হাঁটতে বেরিয়েছিলেন শেফালি। হাসিখুশি চেহারায় একটুও উদ্বেগের ছাপ ছিল না।” এই হঠাৎ মৃত্যুতে মর্মাহত বন্ধুবান্ধব ও ফ্যানেরা। শেফালির দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। মুম্বই পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্টের ভিত্তিতেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। তাঁর মৃত্যু নিছক স্বাস্থ্যজনিত, না কি এর পিছনে অন্য কোনো ‘ফ্যাক্টর’ কাজ করেছে, তা নিয়েই চলছে জোর তদন্ত। আরও পড়ুন: পরকীয়ায় স্ত্রী! শুধুমাত্র সন্দেহের বশে শেষ দুটি জীবন

–

–

–

–

–

–

–

–
–
–
–
–