Thursday, August 21, 2025

মাত্র ৪২ বছর বয়সে হঠাৎই চলে গেলেন কাঁটা লাগা গার্ল শেফালি জরিয়ালা (Shefali Jariwala)। আর তারপরেই উঠছে প্রশ্ন, এই মৃত্যু কি স্বাভাবিক? নাকি এর পিছনে লুকিয়ে আছে অন্য রহস্য! প্রাথমিকভাবে হৃদরোগে আক্রান্ত হওয়ার কথা বলা হলেও, ঘটনাস্থলে ফরেনসিক টিমের উপস্থিতি ও পুলিশি জিজ্ঞাসাবাদে প্রশ্ন উঠছে—এ কি নিছক দুর্ঘটনা, নাকি এর নেপথ্যে রয়েছে অন্য কোনো গল্প?

শুক্রবার গভীর রাতে আচমকা অসুস্থ হয়ে পড়েন শেফালি (Shefali Jariwala)। দ্রুত তাঁকে কুপার হাসপাতালে নিয়ে যান স্বামী পরাগ ত্যাগী। চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে অনুমান, হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়েছে। কিন্তু বিষয়টি এখানেই থেমে থাকেনি। শনিবার সকালে অভিনেত্রীর আন্ধেরির বাড়িতে পৌঁছায় ফরেনসিক বিশেষজ্ঞ দল। তল্লাশি চালানো হয় ঘরের বিভিন্ন অংশে। গৃহকর্মী, রাঁধুনি ও পরিচালকদের জিজ্ঞাসাবাদ করা হয়। যদিও পুলিশ জানিয়েছে, এটি রুটিন তদন্তের অংশ, তবে শেফালির আকস্মিক মৃত্যুকে ঘিরে ‘রহস্যের গন্ধ’ পাচ্ছেন অনেকে।

প্রতিবেশীদের কথায়, “মৃত্যুর আগের দিন সন্ধ্যায়ও স্বামী ও পোষ্যকে নিয়ে হাঁটতে বেরিয়েছিলেন শেফালি। হাসিখুশি চেহারায় একটুও উদ্বেগের ছাপ ছিল না।” এই হঠাৎ মৃত্যুতে মর্মাহত বন্ধুবান্ধব ও ফ্যানেরা। শেফালির দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। মুম্বই পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্টের ভিত্তিতেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। তাঁর মৃত্যু নিছক স্বাস্থ্যজনিত, না কি এর পিছনে অন্য কোনো ‘ফ্যাক্টর’ কাজ করেছে, তা নিয়েই চলছে জোর তদন্ত। আরও পড়ুন: পরকীয়ায় স্ত্রী! শুধুমাত্র সন্দেহের বশে শেষ দুটি জীবন

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version