সপ্তাহান্তে ফের মেট্রো বিভ্রাট। শনিবার দুপুর সাড়ে তিনটে নাগাদ যতীন দাস পার্ক ও নেতাজি ভবন স্টেশনের মাঝে টেকনিক্যাল সমস্যার জেরে থমকে যায় মেট্রো পরিষেবা। কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর রুটে মেট্রো চলাচলে সমস্যার জেরে চূড়ান্ত দুর্ভোগের শিকার হন যাত্রীরা।
পরে ৪টে ৪০ মিনিট নাগাদ পরিস্থিতি স্বাভাবিক হয়। শুরু হয় মেট্রো চলাচল। মেট্রো রেলে বিভ্রাট একেবারেই নতুন ঘটনা নয়। প্রায় নিত্যদিনের ঘটনা বলা যেতে পারে। মেট্রোর রেকে যান্ত্রিক ত্রুটি থেকে শুরু করে সিগন্যাল সমস্যা, আত্মহত্যার ঘটনা নানা কারণে পরিষেবা ব্যাঘাত ঘটে।
আরও পড়ুন – শেফালির মৃত্যু: হৃদরোগ না কি অন্য কিছু! তদন্তে ফরেনসিক টিম
_
_
_
_
_
_
_
_
_
_
_
_