দেশে প্রথমবার মোবাইলের অ্যাপ (App) নিজেদের মোবাইলে ডাউনলোড করে ভোটদান করলেন দেশের মানুষ। পরীক্ষামূলকভাবে সেই প্রক্রিয়া প্রথমবার তুলে ধরা হল বিহারের পুরসভার নির্বাচনে (civic body poll)। শনিবারের নির্বাচনে কোনও সমস্যা ছাড়াই ঘরে বসে ভোট দিতে পেরেছেন ভোটাররা, দাবি কমিশনের (Election Commission)। তবে বিহার বিধানসভা নির্বাচনে এই প্রক্রিয়া ব্যবহার হবে কি না তা জানানো হয়নি কমিশনের তরফে।
শনিবার বিহারের পাটনা, রোহতাস ও পূর্ব চম্পারন জেলায় ছয়টি পুরসভার নির্বাচন ছিল। সেই নির্বাচনে কয়েকটি শ্রেণির ভোটারদের জন্য বাড়িতে বসে মোবাইলে অ্যাপ (mobile app) ডাউনলোড করে ভোটদানের ব্যবস্থা করা হয়। বৃদ্ধ, শারীরিকভাবে অসমর্থ, গর্ভবতী ও পরিযাযী শ্রমিকদের জন্য মূলত এই ভোটদানের ব্যবস্থা করা হয়েছিল। নির্বাচনের আগের রাত পর্যন্ত এই অ্যাপে ১০ হাজার মানুষ রেজিস্টার করেন। কমিশনের প্রত্যাশা শনিবারের নির্বাচনে প্রায় ৫০ হাজার মানুষ এই অ্যাপের মাধ্যমে ভোট দান করেছেন।
১০ জুন থেকে ২২ জুন পর্যন্ত মোবাইলে অ্য়াপ ডাউনলোড করে ভোটদানের প্রচার ও উৎসাহ দান করা হয়। এসইসিবিএইচআর (SECBHR) অ্যাপ মোবাইলে (mobile app) ডাউনলোড করে ভোট দিতে পারবেন ভোটাররা, নির্দেশ দিয়েছিল কমিশন (Election Commission)। কমিশনে লিপিবদ্ধ মোবাইল নম্বরের সঙ্গে সেই অ্য়াপের যাচাইয়ের পরই ভোট দান সম্ভব হবে। তবে মোবাইলের অ্যাপের পাশাপাশি যাদের মোবাইল নেই তাঁরা কমিশনের ওয়েবসাইটে গিয়েও ভোট দেওয়ার সুবিধা পাবেন বলে নির্দেশিকা ছিল শনিবারের নির্বাচনে। নির্বাচন প্রক্রিয়া শেষ হওয়ার পরে কমিশনের পক্ষে জানানো সম্ভব হবে নতুন দুই প্রক্রিয়ায় কত মানুষ ভোট দান করেছেন।
–
–
–
–
–
–
–
–
–
–
–