গণধর্ষণের ঘটনায় দক্ষিণ কলকাতার ল’কলেজের গার্ড পিনাকি বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার করল পুলিশ (Kasba Police)। কলেজের (Law College Rape Case) সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তদন্তকারীরা নিরাপত্তারক্ষীর ভূমিকা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। গত ২৫ জুন যখন গণধর্ষণের ঘটনা ঘটে তখন ডিউটিতে ছিলেন ওই গার্ড। তাঁর সঙ্গে যোগসাজশ করেই কি ধর্ষণ? এফআইআরে (FIR ) নিরাপত্তারক্ষীর অসহযোগিতার অভিযোগ তুলেছেন নির্যাতিতা। সিসিটিভিতে দেখা গেছে গার্ড রুমে যখন শারীরিকভাবে হেনস্থা করা হচ্ছে ছাত্রীকে, তখন বাইরে ওই রক্ষীর মধ্যে কোনও রকমের হেলদোল নেই। তাঁর কাছে ফোন থাকা সত্ত্বেও কলেজ কর্তৃপক্ষ বা অন্য কাউকে তিনি জানানোর চেষ্টা করেননি কেন? কেনই বা এত বড় ঘটনার পর তাঁর মধ্যে কোনও তৎপরতা লক্ষ্য করা যায়নি? একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। অসামর্থিত সূত্রে খবর, ধৃত ২ পড়ুয়াকে জেরা করার পরই গার্ডকে গ্রেফতার করা হলো। এই নিয়ে ল’ কলেজে গণধর্ষণের ঘটনায় গ্রেফতারি বেড়ে দাঁড়ালো ৪।

–

–

–

–

–

–

–

–

–
–
–
–
–
–
–
–