Wednesday, November 5, 2025

বাংলা বলায় বিপদ! দিল্লিতে বাংলাদেশি সন্দেহে আটক কোচবিহারের ৭ শ্রমিক

Date:

ভিনরাজ্যে রুজির খোঁজে গিয়ে বাংলা ভাষায় কথা বলার অপরাধে এবার জেলে যেতে হল কোচবিহারের সাতজন বাসিন্দাকে। দিল্লিতে বাংলাদেশি সন্দেহে তাঁদের আটক করেছে পুলিশ। যদিও ধৃতদের পরিবার এবং সহবাসিন্দাদের দাবি, সকলেই সাবেক ছিটমহল এলাকার ভারতীয় নাগরিক এবং বৈধ পরিচয়পত্র রয়েছে তাঁদের কাছে।

জানা গিয়েছে, দিনহাটার সাবেক ছিটমহল এলাকা থেকে বহু মানুষ দিল্লিতে কাজ করতে গিয়েছিলেন। সেখানে একটি ইটভাঁটায় কাজ করার সময় বাংলায় কথা বলায় সন্দেহ হয় পুলিশের। এরপর তিন-চার দিন আগে তাঁদের গ্রেফতার করে দিল্লি পুলিশ। ধৃতদের মধ্যে রয়েছেন মহিলা ও শিশু-সহ মোট সাতজন।ধৃতদের পরিবারের অভিযোগ, পুলিশ তাঁদের হাতে থাকা আধার কার্ড, ভোটার কার্ড, নাগরিকত্ব প্রমাণপত্র—কোনও কিছুকেই গুরুত্ব দেয়নি। বরং প্রথম থেকেই বাংলাদেশি তকমা দিয়ে শারীরিক ও মানসিকভাবে হেনস্তা করেছে। ধৃতদের মধ্যে একজনকে পরে ছেড়ে দেওয়া হলেও, বাকি সাতজন এখনও আটকে রয়েছেন। কবে মুক্তি পাবেন, তাও স্পষ্ট নয়। এই ঘটনায় দিনহাটা থানায় লিখিত অভিযোগও জমা দেওয়া হয়েছে। এই প্রসঙ্গে উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ বলেন, “এই ঘটনা বিজেপির পরিকল্পিত চক্রান্ত। বাংলার মানুষকে বাংলাদেশি বলে দেগে দিয়ে আতঙ্ক ছড়ানো হচ্ছে।” ঘটনার তীব্র নিন্দা করে তিনি জানান, বিষয়টি মুখ্যমন্ত্রীর দফতরেও জানানো হয়েছে। খুব শীঘ্রই এই অন্যায়ের বিরুদ্ধে জোরালো প্রতিবাদ গড়ে তোলা হবে বলেও জানান তিনি।

প্রসঙ্গত, এই প্রথম নয়। এর আগেও মহারাষ্ট্র-সহ একাধিক রাজ্যে বাংলাভাষী শ্রমিকদের বাংলাদেশি সন্দেহে আটক করা হয়েছিল। এমনকি কিছুক্ষেত্রে পুশব্যাকও করা হয়েছিল বলে অভিযোগ। পরে বিএসএফ ও বিজিবি-র ফ্ল্যাগ মিটিংয়ের মাধ্যমে তাঁদের ফেরানো হয়। তবু কেন বারবার এই ঘটনার পুনরাবৃত্তি? বাংলাভাষী হলেই কি তাঁকে বাংলাদেশি সন্দেহে জেলে পাঠানো হবে?উঠছে প্রশ্ন।

আরও পড়ুন – পর্যটনে বাংলার বিপ্লব! মুখ্যমন্ত্রীর পরিকল্পনাতেই বিশ্ব মানচিত্রে উজ্জ্বল পশ্চিমবঙ্গ

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...
Exit mobile version