Wednesday, August 20, 2025

পর্যটনে বাংলার বিপ্লব! মুখ্যমন্ত্রীর পরিকল্পনাতেই বিশ্ব মানচিত্রে উজ্জ্বল পশ্চিমবঙ্গ

Date:

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দূরদৃষ্টিসম্পন্ন পরিকল্পনা ও ধারাবাহিক উদ্যোগে অভাবনীয় উত্থান ঘটেছে বাংলার পর্যটন ক্ষেত্রে। বৈচিত্র্যে ভরা বাংলার পাহাড়, সমুদ্র, বনাঞ্চল থেকে শুরু করে উৎসব— সবই এখন আন্তর্জাতিক পর্যটকদের অন্যতম গন্তব্য হয়ে উঠেছে। ২০২৩-২৪ সালে বাংলায় বিদেশি পর্যটকের আগমন যেমন রেকর্ড ছুঁয়েছে, তেমনই রাজ্যের অর্থনীতিতে তার ইতিবাচক প্রভাবও পড়েছে স্পষ্টভাবে।

পর্যটন দফতরের পরিসংখ্যান অনুযায়ী, ২০২৩-২৪ সালে বাংলায় বিদেশি পর্যটকের সংখ্যা দাঁড়িয়েছে ৩২ লক্ষে, যা ভারতের মোট বিদেশি পর্যটকের প্রায় ১৪.৮ শতাংশ। গত অর্থবছর ২০২২-২৩ সালে সেই সংখ্যা ছিল ২৭.১ লক্ষ এবং ২০২১-২২ সালে মাত্র ১০.৪ লক্ষ। এই প্রবণতা স্পষ্টভাবে বুঝিয়ে দিচ্ছে, পর্যটন ক্ষেত্রে পশ্চিমবঙ্গের এগিয়ে যাওয়ার গতি কতটা দ্রুত।

বিশেষজ্ঞদের মতে, বাংলার জনপ্রিয়তা বৃদ্ধির পিছনে অন্যতম কারণ হল দুর্গাপুজোর আন্তর্জাতিক স্বীকৃতি। পুজোর সময়, বিশেষ করে মহালয়া থেকে দীপাবলি পর্যন্ত সময়কালে, বাংলায় ভিড় জমিয়েছিলেন পাঁচ লক্ষেরও বেশি বিদেশি পর্যটক। শুধুমাত্র পুজোর পাঁচ দিনে কলকাতাতেই দেখা গেছে প্রায় ২০ হাজার আন্তর্জাতিক পর্যটক।

শুধু উৎসব পর্যটন নয়, দার্জিলিং, কার্শিয়াং-এর মত পাহাড়ি শহর, পুরুলিয়ার ইকো-ট্যুরিজম কেন্দ্র এবং দিঘার ধর্মীয় পর্যটন কেন্দ্র হিসেবে নবনির্মিত জগন্নাথধাম এই বৃদ্ধিতে বড় ভূমিকা নিয়েছে। ইকো-ট্যুরিজমে আগ্রহ এতটাই বেড়েছে যে পুরুলিয়ায় ইতিমধ্যেই ৮৭ শতাংশ বুকিং পূর্ণ।

২০২৩ সালে মোট ১৪.৫ কোটি পর্যটক বাংলায় এসেছিলেন। ২০২২ সালে সেই সংখ্যা ছিল ৮.৪ কোটি। ২০২৪ সালে এই সংখ্যা পৌঁছে গিয়েছে ১৮.৫ কোটিতে, জানিয়েছেন পর্যটনমন্ত্রী ইন্দ্রনীল সেন। দেশীয় পর্যটকদের সঙ্গেও যদি বিদেশিদের সংখ্যা যোগ করা হয়, তাহলে বাংলার পর্যটনে আগমনের পরিসংখ্যান ছুঁয়েছে প্রায় ২০ কোটির গণ্ডি। পর্যটন পরিকাঠামোর উন্নয়ন, নতুন পর্যটন হাব তৈরি, আন্তর্জাতিক গাইড সংখ্যা বৃদ্ধি— সব মিলিয়ে বাংলা এখন দেশের মধ্যে সেরা তিন পর্যটন রাজ্যের তালিকায় উঠে এসেছে। এছাড়া, বাংলায় বর্তমানে রয়েছে দেশের মধ্যে সর্বাধিক ১,০২২ জন স্বীকৃত পর্যটন গাইড। ইউরোপ, রাশিয়া ও অস্ট্রেলিয়া থেকে এসেছে ২৭ লক্ষের বেশি পর্যটক, যা অতীতের যেকোনও সময়ের থেকে অনেকগুণ বেশি। রাজ্য সরকারের দাবি, এই অভাবনীয় সাফল্যের মূল কৃতিত্ব মুখ্যমন্ত্রীর পরিকাঠামোগত পরিকল্পনা ও সাংস্কৃতিক ব্র্যান্ডিং। পর্যটনে বাংলার এই নবজাগরণ ইতিমধ্যেই জাতীয় স্তর পেরিয়ে আন্তর্জাতিক পর্যায়ে প্রশংসিত হতে শুরু করেছে।

আরও পড়ুন – সৌরভকে কোচ হিসাবে দেখতে চান ক্রীড়ামন্ত্রী, জমকালো উদ্বোধন প্রশান্ত বন্দ্যোপাধ্যায়ের বইয়ের

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

JPC-র ঢাল দিয়ে লোকসভায় পেশ কালো আইন: সরব বিরোধীরা

গায়ের জোরে ২০২৩ সাল থেকে একের পর এক বিল পাশ, আইন পাশ করানোই নাগরিক পরিষেবা দিতে ব্যর্থ মোদি...

অভিনেত্রী নয়, ‘নেত্রী’ হওয়ার জন্য আয়নার সামনে ভাষণ প্র্যাকটিস সাবিত্রীর!

বাংলা সিনেমা জগতের কিংবদন্তি অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায় (Sabitri Chatterjee) নাকি রাজনৈতিক নেত্রী হতে চেয়েছিলেন! আয়নার সামনে দাঁড়িয়ে রীতিমত...

হিটলারি আঘাত: ‘গণতন্ত্র হত্যাকারী’ সংশোধনী বিলের বিরোধিতায় গর্জে উঠলেন মমতা

“কালো দিন, কালো বিল“ লোকসভায় সংবিধান সংশোধনী বিল পেশ হওয়ার পরেই গর্জে উঠলেন বাংলা মুখ্যমন্ত্রী তথা তৃণমূল (TMC)...

দেশে ফেরা হল না! আফগানিস্তানে বাসে ভয়াবহ আগুন লেগে মৃত ৭৮ যাত্রী

ভয়াবহ দুর্ঘটনা আফগানিস্তানে। ট্রাক ও মোটর সাইকেলের সংঘর্ষে জ্বলে উঠল আগুন। বিধ্বংসী অগ্নিকাণ্ড যাত্রীবোঝাই বাসে। মৃত্যু হয়েছে কমপক্ষে...
Exit mobile version