প্রস্তুতি নেমেই হতবাক মহম্মদ সিরাজ (Mohammed Siraj)। নেটে প্রস্তুতির শুরুতেই ব্যাট ভাঙা মহম্মদ সিরাজের (Mohammed Siraj)। আর সেই ভাঙা ব্যাট দেখেই বেশ রেগে গেলেন ভারতীয় দলের এই ক্রিকেটার। যদিও পরে বুঝতে পেরেছেন কী ঘটেছে ঘটনাটা। আর সেই ছবি দেখেই নেট পাড়ায় কার্যত শোরগোল। মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে সিরাজের ব্যাট ভাঙার সেই মুহূর্তটা।
প্রথম ম্যাচে ভারতের লোয়ার অর্ডার একেবারেই ভালো পারফরম্যান্স দেখাতে পারেনি। এজবাস্টনে নামার আগে সেদিকেই বিশেষ নজর দেওয়া হয়েছে। এদিন লোয়ার অর্ডার ক্রিকেটারদেরই দীর্ঘক্ষণ প্রস্তুতি করানো হয়। আর সেই সময়ই ঘটে সেই ঘটনা। নেটে প্রস্তুতি সারতে এসেই সিরাজ দেখেন তাঁর ব্যাট ভাঙা।
আর সেই ছবি দেখার পরই বেশ চটে যান ভারতীয় দলের তারকা ক্রিকেটার। সেখানে তিনি বারবার জিজ্ঞাসা করেন যে কীকরে তাঁর এই ব্যাট ভাঙল। সতীর্থরা যে জবাব দিয়েছিল তা খুব একটা সিরাজের (Mohammed Siraj) পছন্দ হয়নি বলেই মনে হচ্ছিল। এর বেশ কিছুক্ষণ পর অবশ্য তিনি বুঝতে পারেন ব্যাপারটা। তারুপর সিরাজ নিজেই হেঁসে ওঠেন।
এরপরই বোঝা যায় যে এই ঘটনাটা পুরোপুরিই মজার ছলেই তাঁর সঙ্গে সতীর্থরা করছিলেন। আর সেই ভিডিমও ছড়িয়ে পড়তে কিছুক্ষণের মধ্যেই কার্যত ভাইরাল হয়ে যায়।
–
–
–
–
–
–
–
–
–
–
–