বলিউড অভিনেত্রী মডেল শেফালি জরিওয়ালার (Shefali Jariwala ) মৃত্যুর রহস্যে নয়া মোড়। বয়স বেড়ে যাওয়া আটকাতে গিয়েই অকালে নিজের জীবন ছেড়ে চলে যেতে হল ‘কাঁটা লগা’ গার্লকে! রবিবার সকাল পর্যন্ত বিভিন্ন সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী হার্ট অ্যাটাক বা অন্য কোনও কারণ নয় বরং অ্যান্টি এজিং ট্রিটমেন্টের জেরেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন ‘বিগ বস’ খ্যাত শেফালি। যদি এই বিষয়টি এখনও নিশ্চিত করে বলা হয়নি। তবে তাঁর মৃত্যুর খবরে ইন্ডাস্ট্রির সতীর্থরা ভীষণভাবে শোকস্তব্ধ। শনিবার সন্ধ্যায় মুম্বইয়ের ওশিওয়াড়া শ্মশানে থিক থিকে ভিড়।চোখে জল নিয়ে ‘কাঁটা লাগা গার্ল’কে বিদায় জানাতে যান মিকা সিং (Mika Singh), সুনীধি চৌহান (Sunidhi Chauhan), শেহনাজ গিল, রেশমি দেশাই, আরতি সিং, সম্ভাবনা শেঠ-সহ একাধিক তারকা। কান্নায় ভেঙে পড়ে মডেলের পরিবার। শেষযাত্রায় শেফালিকে কাঁধ দিলেন স্বামী পরাগ ত্যাগী, হিন্দুস্তানি ভাউ ওরফে বিকাশ ফটকরা।আলতো করে গালে হাত বুলিয়ে শেষবারের মতো আদর করছেন পরাগ । শেষ মুহূর্তে তাঁর স্ত্রীকে চুম্বনে ভরিয়ে দেওয়ার ছবি সোশ্যাল মিডিয়ায় (Social media) ইতিমধ্যেই ভাইরাল হয়েছে।

শুক্রবার রাতে ৪২ বছর বয়সী শেফালির মৃত্যুর খবর পাওয়ার পর থেকেই রহস্য দানা বেঁধেছে ।পরিবারের লোকজনের মতে, তিনি কিছুদিন ধরে হৃদ্রোগে ভুগছিলেন এবং চিকিৎসাধীন ছিলেন। তবে মৃত্যুর আগের দিনও তিনি স্বাভাবিক ছিলেন বলে জানা গেছে। প্রাথমিকভাবে তাঁর মৃত্যুর কারণ হিসেবে কার্ডিয়াক অ্যারেস্ট ধরা হলেও ময়নাতদন্ত রিপোর্টের পর সবটা স্পষ্ট হবে বলে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে। এর মাঝেই তৈরি হয়েছে নতুন বিতর্ক। রিপোর্ট অনুযায়ী, শেফালি গত ৫-৬ বছর ধরে নিজের ত্বক ও সৌন্দর্য ধরে রাখতে অ্যান্টি-এজিং ওষুধ খাচ্ছিলেন। চিকিৎসকরা বলছেন দিনের পর দিন এই ওষুধ খাওয়া নিঃসন্দেহে প্রাণঘাতী হতে পারে।এই ওষুধের বহু পার্শ্বপ্রতিক্রিয়া রয়েছে, যার মধ্যে একটি হলো সাডেন কার্ডিয়াক অ্যারেস্ট। এই ওষুধ হৃদ্যন্ত্রে ‘ইলেকট্রিকাল শর্ট সার্কিট’ তৈরি করতে পারে, যার ফলে হার্ট অ্যাটাক হওয়াটা অস্বাভাবিক নয়। তবে শেফালির ক্ষেত্রে কী ঘটেছিল তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। তবে যে মেয়ের এতটা মনোবল, মানসিকভাবে এতটা শক্ত, হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর অকালে চলে যাওয়া কিছুতেই মেনে নিতে পারছেন না ইন্ডাস্ট্রির সহকর্মী-বন্ধুরা।

–

–

–

–

–

–

–

–

–
–
–
–
–
–
–