Friday, December 5, 2025

বাংলার টেলি-জগতের ঐতিহাসিক দিন! বলিউডের হিন্দি ধারাবাহিকের শুটিং হবে কলকাতায়: সুখবর শোনালেন স্বরূপ

Date:

Share post:

বেশ কিছুদিন ধরে টলিউডে (Tollywood) ফেডারেশন বনাম শিল্পী-পরিচালকদের মন কষাকষি চলছে। তবে, সেই মনোমালিন্য কাটিয়ে একসঙ্গে কাজ করার অঙ্গীকার নিল ফেডারেশন, চ্যানেল ও প্রযোজকরা। সোমবার, সাংবাদিক বৈঠক করে ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাস (Swarup Biswas) জানান, এবার হিন্দি সিরিয়ালের শুটিংও (Shooting) হবে টলিউডে। দিনক্ষণ পরে জানানো হবে।

এদিনের বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। ঠিক হয়-

  • যেসব শুটিং চলছে সেগুলি বন্ধ করা যাবে না। যদি কোনো সমস্যা হয় তা আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে।
  • স্টুডিওগুলিতে মহিলাদের জন্য শৌচালয়, কলাকুশলীদের জন্য ক্যান্টিন, পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং স্বাস্থ্যসম্মত খাবারের ব্যবস্থা নিশ্চিত করার বিষয়ে কার্যকর পদক্ষেপ করা হবে।
  • সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, মাত্র ৩৫ দিনের মধ্যে মজুরি বৃদ্ধির আলোচনা সফলভাবে সম্পন্ন হয়েছে।

একটি বিশেষ কমিটি গঠন করা হবে। মেগা সিরিয়াল ও ডেইলি সিরিয়াল সংক্রান্ত সমস্ত বিষয় নিয়ে কাজ করার উদ্দেশ্যে একটি ১২ সদস্যের ত্রিপাক্ষিক কমিটি অবিলম্বে গঠন করা হবে। ৩টি অংশগ্রহণকারী চ্যানেলের পক্ষ থেকে ২ জন করে সদস্য, প্রযোজকদের পক্ষ থেকে ৩ জন সদস্য, ফেডারেশনের পক্ষ থেকে ৩ জন সদস্য কমিটিতে থাকবেন। এই ১২জনের কমিটির তত্ত্বাবধানে থাকবেন স্বরূপ বিশ্বাস এবং নিসপাল সিং রানে।

এদিনের বৈঠকে জি বাংলার পক্ষ থেকে উপস্থিত ছিলেন নবনীতা চক্রবর্তী, ডিরেক্টর কমার্শিয়াল মানস চক্রবর্তী এবং অ্যাসোসিয়েট ডিরেক্টর অভিষেক সিং। সান বাংলার পক্ষ থেকে উপস্থিত আছেন বিজনেস হেড সত্যনারায়ণ দাস, সিনিয়র ম্যানেজার দিবজ্যোতি বন্দ্যোপাধ্যায় এবং অ্যাসোসিয়েট কমার্শিয়াল সন্দীপ রুদ্র। প্রযোজকদের মধ্যে ছিলেন নিসপাল সিং রানে, রাহুল মোহতা, সুশান্ত দাস, নীতেশ শর্মা, সুজিত রায়, সানি ঘোষ রায়, রুপা বন্দ্যোপাধ্যায় ও নীলাজনা শর্মা০সহ একাধিক গুরুত্বপূর্ণ প্রযোজক এবং ফেডারেশনের পক্ষ থেকে সমগ্র ওয়ার্কিং কমিটি ও এক্সিকিউটিভ কমিটির সদস্যরা।
আরও খবরময়না তদন্তের পর ডাক্তাররা জানালেন শেফালি জরিওয়ালার মৃত্যুর আসল রহস্য

এদিন সাংবাদিক বৈঠকে বড় সুখবর শোনান স্বরূপ (Swarup Biswas)। এবার থেকে বলিউডের হিন্দি ধারাবাহিকের শুটিং হবে কলকাতায়। এই বিষয়ে আলোচনা চলছে। খুব শীঘ্রই বিষয়টি আনুষ্ঠানিক ভাবে সকলকে জানানো হবে। স্বরূপের কথায়, “আপনারা জানেন যে দীর্ঘদিন ধরেই আমাদের এই ছোট পর্দা অর্থাৎ টেলিভিশন ইন্ডাস্ট্রিতে বিভিন্ন সমস্যা নিয়ে সংঘাত প্রতিবাদ হয়ে চলেছে, আমাদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ পারস্পরিক বোঝাপড়া অভাব ছিল। ফেডারেশনের উদ্যোগে এবং কয়েকজন প্রযোজকের ঐকান্তিক প্রচেষ্টায় আজ সেই লড়াইয়ের জায়গা থেকে এক সৌহার্দ্যপূর্ণ কাজের পরিবেশ গড়ে তোলার শুভ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এখানে কেউ কার প্রতিপক্ষ নয়। এই ছোট পর্দার দুনিয়ায় কি করে কাজ আরো বাড়ানো যায়, কি করে আরো ভালো কাজের পরিবেশ তৈরি করা যায় এবং সর্বোপরি আপামর টেলিভিশনের দর্শকদের মন জয় করা যায় সেই জায়গায় আজ প্রযোজক চ্যানেল এবং ফেডারেশন হাতে হাত মিলিয়ে কাজ করার অঙ্গীকারও বদ্ধ হয়েছে। এটা আমাদের একটা যৌথ পরিবার, যে কোন পরিবারেই সমস্যা হয় এবং সেই সমস্যা আলোচনার মাধ্যমে সমাধান হয়  বাঞ্ছনীয়, তাই আমরা সর্বসম্মতভাবে সিদ্ধান্ত গ্রহণ করেছি যে যৌথ পরিবারের নিজেদের বোঝাপড়ার অভাব হলেও এবার থেকে কোনোভাবে কোনো মতে চলতে থাকা শুটিং বন্ধ করা যাবে না, এই যৌথ পরিবারে নিজেদের মধ্যে যদি কোন সমস্যা হয় তাহলে আলোচনা করে সেই সমস্যার সমাধান করতে হবে।“

spot_img

Related articles

কাজ করার সময়ই অসুস্থ BLO: হাসপাতালে ভর্তির সংখ্যা আরও বাড়ল

এসআইআর-এর সময় সীমা বাড়ানো হোক। এই দাবিতে রাজ্যের সিইও দফতরের সামনে লাগাতার আন্দোলনে বিএলও অধিকার রক্ষা মঞ্চ। যেভাবে...

বাংলা-বিরোধিতায় বিদ্যুৎ-বরাদ্দ কমে ১২ ভাগের ১ ভাগ! অভিষেকের প্রশ্নের নির্লজ্জ উত্তর কেন্দ্রের

পরিকাঠামো। স্বাস্থ্য। একশো দিনের কাজ। শিক্ষা। সব ক্ষেত্রের পরে এবার কোপ বিদ্যুতে! শুধুমাত্র বাংলার প্রতি বিমাতৃসুলভ আচরণে বিদ্যুতের...

সিবিআই মামলায় জামিন সুজয়কৃষ্ণর: নির্দেশ কলকাতা হাই কোর্টের

নিয়োগ মামলায় দীর্ঘ কয়েক মাস নিজের বাড়িতেই গৃহবন্দি ছিলেন সুজয়কৃষ্ণ ভদ্র। এবার জামিন পেয়ে বাস্তবিক জেলমুক্তি। সিবিআই-এর (CBI)...

SIR-র সময় বাড়াতে চায় কমিশন: উল্টো সুর রাজ্যের CEO-র!

রাজ্যে একের পর এক বিএলও মৃত্যু ও অসুস্থতার পরে বাংলার বিএলও-রা লাগাতার আন্দোলনের পথে যেতে বাধ্য হয়েছেন। তাঁদের...