সকাল থেকে মেট্রোর সুড়ঙ্গে জল জমার কারণে বন্ধ হয়ে যায় মেট্রোর পরিষেবা (metro service)। বেলা বাড়তেই সেই পরিষেবা স্বাভাবিক হয়। এরপরই বেলগাছিয়া (Belgachia) মেট্রো স্টেশনে এক যাত্রী ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করলে ফের একবার আংশিক ব্যাহত মেট্রোর পরিষেবা। দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার প্রতিশ্রুতি মেট্রো কর্তৃপক্ষের।

বেলা ১১টা নাগাদ বেলগাছিয়া (Belgachia) মেট্রো স্টেশনের ডাউন লাইনে আত্মহত্যার চেষ্টা করে এক যাত্রী। বন্ধ হয়ে যায় দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষগামী মেট্রোর পরিষেবা (metro service)। গিরিশ পার্ক থেকে কবি সুভাষ পর্যন্ত পরিষেবা দিতে হয় মেট্রোকে।

আরও পড়ুন: সপ্তাহের প্রথম দিন মেট্রোর লাইনে জল! বিঘ্নিত পরিষেবা

সপ্তাহের প্রথম দিন ঠিক যে সময়ে অফিস যাত্রীদের সবথেকে বেশি ভিড় থাকে সেই সময়ই পরপর দুবার পরিষেবা ব্যাহত হওয়ায় চরম দুর্ভোগে নিত্যযাত্রীরা। প্রত্যেকটি মেট্রো স্টেশনে ব্যাপক ভিড় দেখা যায়। বাস ধরে গন্তব্যে পৌঁছানোর জন্য হুড়োহুড়ি পড়ে যায়। যে স্টেশনগুলিতে পরিষেবা স্বাভাবিক হয় সেখানে যাত্রীদের ব্যাপক ভিড় চোখে পড়ে।

–

–

–

–

–

–

–
–
–
–