Wednesday, August 20, 2025

কসবা-কাণ্ডে পরিবারের আস্থা পুলিশেই: সুপ্রিম নজরদারিতে CBI তদন্তের আর্জি ‘উপযাজক’ আইনজীবীর, হাইকোর্টে ৩টি PIL

Date:

কসবার ল কলেজে (Kasba Law College) গণধর্ষণে নির্যাতিতা ও তাঁর পরিবারের আস্থা রাজ্য পুলিশের তদন্তেই। কিন্তু উপযাজক হয়ে সুপ্রিম কোর্টের (Supreme Court) নজরদারিতে সিবিআই তদন্তের আর্জি করেছেন আইনজীবী সত্যম সিং। এদিকে, গণধর্ষণকাণ্ডে কলকাতা হাই কোর্টে (Calcutta High Court) তিনটি জনস্বার্থ মামলা (PIL) দায়ের হয়েছে। বিচারপতি সৌমেন সেনের দৃষ্টি আকর্ষণ করেন আইনজীবীরা। মামলা দায়েরের অনুমতি দেওয়ায় বৃহস্পতিবার শুনানির সম্ভাবনা।

শুক্রবার কসবার ল কলেজের গণধর্ষণের ঘটনা প্রকাশ্যে আসার পর থেকেই CBI তদন্তের দাবি জানানো হয় বিভিন্ন মহল থেকে। যদিও, তার সঙ্গে সহমত নয় নির্যাতিতার পরিবার। পুলিশের তদন্তেই আস্থা তাদের। ঘটনার পর থেকেই না কি নির্যাতিতা ও তাঁর পরিবারকে হুমকি দেওয়া হচ্ছে- বলে অভিযোগ তোলে কয়েকটি মহল। এদিকে, নির্যাতিতার পরিবার সাফ জানিয়েছে, তারা কোনও হুমকি পায়নি। এখন তাদের একমাত্র দাবি, দোষীদের চরম শাস্তি।

এদিকে, হাই কোর্টে এই বিষয়ে তিনটি জনস্বার্থ মামলা দায়ের হয়। দ্রুত শুনানির আবেদন জানান মামলাকারীরা। হাই কোর্টের বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি স্মিতা দাসের ডিভিশন বেঞ্চ জানায়, মামলা দায়ের করে বিপরীত পক্ষকে নোটিশ দেওয়া হোক। তার পরে শুনানি চেয়ে আদালতের দৃষ্টি আকর্ষণ করুন আইনজীবীরা। বৃহস্পতিবার এই মামলাগুলির শুনানির সম্ভাবনা রয়েছে।

এদিকে, নির্যাতিতার নিরাপত্তা ও ক্ষতিপূরণের দাবি, ঘটনা সম্পর্কে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও বিধায়ক মদন মিত্রের অবমাননাকর বক্তব্যের প্রেক্ষিতে শীর্ষ আদালতের আইনজীবী সত্যম সিং CBI তদন্তের আবেদন করেছেন।
আরও খবরধর্ষণ বিজেপির এক্সক্লুসিভ নয়: কলকাতার গণধর্ষণে রাজনীতির বিরোধিতায় কংগ্রেস জাতীয় নেতা

Related articles

মুম্বইয়ে মনোরেল বিভ্রাটে দু’ঘণ্টা ধরে আটকে ৪০০ যাত্রী!

মঙ্গলের সন্ধ্যায় মুম্বইয়ে মনোরেল বিভ্রাটে মাঝপথে থেমে গেল ট্রেন (Mumbai Monorail breaks down)। দু'ঘণ্টা ধরে আটকে রইলেন প্রায়...

শিয়ালদহে ফিল্মি ড্রামা! কাঞ্চনার ‘রণচণ্ডী’ রূপে চমকাল যাত্রীরা

সকালের ব্যস্ত শিয়ালদহ স্টেশন হঠাৎ যেন সিনেমার সেট! নিত্যযাত্রীদের ভিড়ের মধ্যেই হাজির টলিপাড়ার পরিচিত মুখ কাঞ্চনা মৈত্র। গায়ে...

পরিযায়ী শ্রমিক ইস্যুতে কেন্দ্রকে চিঠি রাজ্যপালের, পাল্টা দাবি তৃণমূলের

রাজ্যের প্রায় ২১ লক্ষাধিক পরিযায়ী শ্রমিকের দুর্দশা নিয়ে কেন্দ্রকে সরাসরি চিঠি দিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। রাজভবন...

সুন্দরবনে বাড়ল কুমিরের সংখ্যা

সুন্দরবনে বাড়ল নোনা জলের কুমিরের সংখ্যা। বন দফতরের সর্বশেষ সমীক্ষা অনুযায়ী এখন এই সংখ্যা দাঁড়িয়েছে আনুমানিক ২৪২-এ। এর...
Exit mobile version