বাংলার সামান্য কোনও ঘটনাতে গোটা দেশ থেকে বিজেপি নেতারা কলঙ্ক ছড়াতে উঠে পড়ে লাগেন। অথচ বিজেপি শাসিত রাজ্যগুলিতে নারীর কি মর্যাদা স্পষ্ট করে দিলেন খোদ মধ্যপ্রদেশের ডিজিপি (DGP) কৈলাশ মাকওয়ানা। সেই সঙ্গে প্রকাশ্যে মধ্যপ্রদেশ বিধানসভায় (Madhyapradesh Assembly) পেশ করা তথ্য। যেখানে দেখা যাচ্ছে মাত্র চার বছরে ধর্ষণের (rape case) পরিমাণ বিজেপি শাসিত রাজ্যটিতে বেড়েছে ১৯ শতাংশ।

সম্প্রতি মধ্যপ্রদেশ বিধানসভায় এক কংগ্রেস বিধায়কের প্রশ্নের উত্তরে বিজেপি প্রশাসন তথ্য পেশ করে। সরকার জানায় ২০২৪ সালে ধর্ষণের (rape case) ঘটনা ঘটেছে ৭২৯৪ টি, যা গড়ে প্রতিদিন কুড়িটি করে দাঁড়ায়। এর মধ্যে আদিবাসী সম্প্রদায়ের মানুষের ধর্ষিত হওয়ার ঘটনা বেড়েছে রেকর্ড পরিমান। শুধুমাত্র ঝাবুয়া সম্প্রদায়ের মধ্যে ধর্ষণ বেড়েছে ১৬৮ শতাংশ।

শুধুমাত্র ধর্ষণ নয়, সামগ্রিকভাবে মাত্র চার বছরে মধ্যপ্রদেশে (Madhyapradesh) বেড়েছে নারী নিগ্রহের পরিমাণও। ২০২০ সালে বিজেপি শাসিত মধ্যপ্রদেশে মোট ধর্ষণের অভিযোগ দায়ের হয়েছিল ৬১৩৪। সেখানে ২০২৪ সালে ধর্ষণের অভিযোগ হয় ৭২৯৪টি। যেখান থেকে বোঝা যায় চার বছরে ধর্ষণ বেড়েছে ১৯ শতাংশ।

আরও পড়ুন: বিজেপির পুলিশ, BSF যোগসাজশে বাঙালিদের ৩০০ টাকায় ‘পাচার’: চক্রান্ত ফাঁস তৃণমূলের

যদিও মধ্যপ্রদেশের পুলিশের ডিজি (DGP) কৈলাস মাকওয়ানা দাবি করছেন পর্ন ছবি, ইন্টারনেট এবং মদের ব্যবহার বেড়ে যাওয়াই এই অপরাধ প্রবণতা বাড়ার পেছনে দায়ী। সেক্ষেত্রে প্রশ্ন উঠেছে ইন্টারনেটের উপর লাগাম টানা না গেলেও মদ বা পর্ন ভিডিওর প্রচার কমাতে প্রশাসন আদৌ উদ্যোগে হয়েছে কিনা।

–

–

–

–

–

–
–
–
–