বর্ষীয়ান সিপিএম নেতাকে (CPIM) রাস্তায় ফেলে বেধড়ক মার। অভিযুক্ত স্থানীয় তৃণমূল নেত্রী। ঘটনার তীব্র নিন্দা দলের প্রাক্তন বিধায়কের। খড়্গপুরের (Kharagpur) খরিদা সিপিএম নেতা অনিল দাসকে রাস্তায় ফেলে বেধড়ক মারধর করেন তৃণমূল নেত্রী (TMC) বেবি কোলে ও তাঁর অনুগামীরা। জুতোপেটাও করা হয় বলে অভিযোগ। ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। ঘটনার নিন্দা করেন তৃণমূলের প্রাক্তন বিধায়ক তথা খড়্গপুর সদরের প্রাক্তন চেয়ারম্যান প্রদীপ সরকার। এই ঘটনা প্রকাশ্যে আসতেই বিরোধিতা করেছে তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল নেত্রী (TMC) বেবি কোলের এই আচরণের জন্য তাঁকে শোকজ করা হয়েছে।
একটি জমিতে পাঁচিল দেওয়াকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত। অনিল দাসের অভিযোগ, এক ব্যক্তির বাড়ির পাঁচিল জোর করে ভেঙে দিয়েছিলেন বেবি কোলে। এই বিষয় নিয়ে তিনি থানায় অভিযোগ দায়ের করেন। সেই আক্রোশেই বেবি ও তাঁর সাঙ্গপাঙ্গরা প্রবীণ বামনেতাকে রাস্তায় ফেলে মারেন। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, খরিদায় রাস্তায় ফেলে বেধড়ক মারধর করেন বেবি ও অন্যান্যরা। বাঁচতে একটি রংয়ের দোকানে আশ্রয় নেন অনিল। সেখানে গিয়ে দোকানের রঙের ডাব্বা তাঁর গায়ে ছুড়ে মারা হয় বলে অভিযোগ।
আরও খবর: কাসবা-কাণ্ডে পরিবারের আস্থা পুলিশেই: সুপ্রিম নজরদারিতে CBI তদন্তের আর্জি ‘উপযাজক’ আইনজীবীর, হাইকোর্টে ৩টি PIL
–
–
–
–
–
–
–
–
–
–
–