Tuesday, November 11, 2025

কলেজে গণধর্ষণ: অনির্দিষ্টকালের জন্য বন্ধ পঠনপাঠন, সমস্যায় পড়ুয়ারা

Date:

সামাজিক ব্যধির শিকার শিক্ষা প্রতিষ্ঠান। সহপাঠীদের হাতেই সম্মান নষ্ট নির্যাতিতা কলেজ পডু়য়ার। আর তাতেই এই শহর তথা সাউথ ক্যালকাটা ল কলেজেরও (South Calcutta Law College) সম্মান নষ্ট। তবে এতে আখেরে সব থেকে সমস্যায় কলেজের পড়ুয়ারা। সেমেস্টারের পঠনপাঠনের মাঝপথে আচমকাই অনির্দিষ্টকালের জন্য বন্ধ (closed) কলেজ। পরীক্ষা থেকে প্রোজেক্ট জমা দেওয়া (project submission) নিয়ে চূড়ান্ত অনিশ্চয়তায় পড়ুয়ারা।

বৃহস্পতিবারই প্রকাশ্যে আসে সাউথ ক্যালকাটা ল কলেজের গণধর্ষণের ঘটনাটি। দ্রুত তদন্ত শুরু করে অভিযুক্তদের গ্রেফাতারি থেকে তথ্য প্রমাণ সংগ্রহ শুরু করে কলকাতা পুলিশ (Kolkata Police)। কিন্তু তার জন্য সিল করে দেওয়া হয় কলেজ। বহিরাগতদের প্রবেশে সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি হয় তদন্তের স্বার্থে।

কলেজের পড়ুয়ারাও চান নির্যাতিতা বিচার পান। কলেজে আবার সুস্থতা ফিরুক। কিন্তু তার জন্য শিক্ষাক্ষেত্রে খানিকটা খেসারতও দিতে হচ্ছে এই কলেজের পড়ুয়াদের। রবিবার কর্তৃপক্ষের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করা হয় কলেজের সাধারণ পড়ুয়াদের উদ্দেশ্যে। সেখানে বলা হয় কলেজ অনির্দিষ্টকালের জন্য আপাতত বন্ধ (closed) থাকবে। কলেজের পরিচালন সমিতি পরবর্তী সিদ্ধান্ত নেবে কবে থেকে পঠন পাঠন ফের চালু হবে।

আরও পড়ুন: কাসবা-কাণ্ডে পরিবারের আস্থা পুলিশেই: সুপ্রিম নজরদারিতে CBI তদন্তের আর্জি ‘উপযাজক’ আইনজীবীর, হাইকোর্টে ৩টি PIL

অথচ একই সময়ে শহরের কলকাতা বিশ্ববিদ্যালয়ের (Calcutta University) অধীন অন্যান্য আইন কলেজগুলির পঠন পাঠন ও রেজিস্ট্রেশন সংক্রান্ত সব কাজই স্বাভাবিক চলছে। ফলে পিছিয়ে পড়ছেন এই কলেজের পড়ুয়ারা। দুর্ঘটনার সময় কলেজে প্রথম সেমেস্টারের রেজিস্ট্রেশন (registration) সম্পূর্ণ হয়। তবে চতুর্থ, ষষ্ঠ ও অষ্টম সেমেস্টারের রেজিস্ট্রেশন এখনও আটকে। জুলাই মাস থেকে শুরু বিভিন্ন প্রোজেক্ট জমা দেওয়ার প্রক্রিয়া। সেই সঙ্গে ১৬ জুলাই থেকে একটি সেমেস্টারের পরীক্ষাও রয়েছে। সব কিছু স্বাভাবিক হয়ে শিক্ষাবর্ষের সঙ্গে কতটা তাল মিলিয়ে চলতে পারবেন এই কলেজের আইনের পড়ুয়ারা, তা নিয়ে তৈরি হয়েছে গভীর সন্দেহ।

Related articles

ধর্মেন্দ্রর অবস্থার অবনতি, রাতেই হাসপাতালে ছুটলেন শাহরুখ-সলমন

বর্ষীয়ান বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর (Dharmendra) শারীরিক অবস্থার অবনতি। রাতেই ব্রিচ ক্যান্ডি হাসপাতালে গেলেন শাহরুখ-সলমানরা (Shahrukh Khan - Salman...

সলমনই হামলার মাস্টারমাইন্ড? দিল্লি বিস্ফোরণে গ্রেফতার ব্যবহৃত গাড়ির মালিক

সাদা রঙের একটি হুন্ডাই আই–২০ গাড়ি ধীরে ধীরে এসে ট্রাফিক সিগন্যালের সামনে থামতেই মুহূর্তের মধ্যে ঘটে বিস্ফোরণ। সোমবার...

দিল্লি বিস্ফোরণের জের: কলকাতার সব থানাকে সতর্ক করেছে লালবাজার, গুরুত্বপূর্ণ মোড়ে চলছে নাকা চেকিং

দিল্লির লালকেল্লার কাছে মেট্রো স্টেশনের এক নম্বর গেটের সামনে ভয়াবহ বিস্ফোরণের জেরে দেশের রাজধানীর পাশাপাশি হাই অ্যালার্ট (High...

দিল্লির বিস্ফোরণের ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর! ঘটনাস্থলে স্বরাষ্ট্রমন্ত্রী, গ্রেফতার গাড়ির মালিক

দিল্লির বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার ১। বিষ্ফোরণ হওয়া গাড়ির মালিককে গ্রেফতার করল পুলিশ। প্রসঙ্গত, শনিবার সন্ধ্যায় লালকেল্লা মেট্রো স্টেশনের...
Exit mobile version