Thursday, November 6, 2025

প্রস্তুতির মাঝেই মর্নি মর্কেলের সঙ্গে কুস্তি দুই পেসারের!

Date:

মাঝে মাত্র আর একটা দিন। কিন্তু তার আগে হলটা কি ভারতীয় দলের অনুশীলনে। বোলিং কোচের সঙ্গে কুস্তিতে (Wrestling) ভারতীয় দলের দুই ক্রিকেটার। ম্যাচের আগে একেবারে হাতাহাতি! হ্যাঁ একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানেই দেখা যাচ্ছে মর্নি মর্কেলের (Mornie Morkel) সঙ্গে একেবারে কুস্তু লড়ছেন দুই ক্রিকেটার অর্শদীপ সিং (Arshdeep Singh) এবং আকাশদীপ (Akashdeep)। সেই দেখেই সকলে চমকে গিয়েছেন। তবে কী দলে চূড়ান্ত অশান্তি। এমন নানান ভাবনা আসাটাই স্বাভাবিক। না তেমন কিছু নয়। এ নেহাতই নিজেদের মধ্যে মজা।

বিসিসিআইয়েরই (BCCI) একটি ভিডিও-তে দেখা যাচ্ছে বোলিং কোচের সঙ্গে আকাশদীপ ও অর্শদীপ সিং কুস্তিতে ব্যস্ত। ভারতীয় দলের প্র্যাকটিসের মাঝেই ঘটে সেই ঘটনা। না কোনওরকম সমস্যা কিংবা ঝামেলা নয়। মর্নি মর্কেলই (Mornie Morkel) নাকি প্র্যাকটি ডে কল অফ ঘোষণা করার এক নতুন পদ্ধতি আবিস্কার করেছেন। সেটাই নাকি কুস্তি।

অর্শদীপ সিংই (Arshdeep Singh) পরে পুরো বিষয়টা জানিয়েছেন। তিনিই জানিয়েছেন যে মর্নি মর্কেলই (Mornie Morkel) নাকি এই নতুন পদ্ধতি এনেছেন। কুস্তী করেই প্র্যাকটিসের কল অফের সিদ্ধান্ত। ব্যাপারটা অভিনব হওয়ার পাশাপাশি বেশ মজার বলেও মনে করছেন অনেকে। অর্শদীপ জানিয়েছেন, “মর্নিই আমাদের বলেছিল যে যেই মাত্র তোমাদের সেশন শেষ হবে সেই সময় আমি শেষ মুভমেন্টটা করব। আর তোমাদের সকলকে পিন আউট করে দেব এবং তার সঙ্গেই ঘোষণা করব যে প্রস্তুতি শেষ”।

অর্শদীপ আরও বলেন, “মর্নি বলছিল ও নাকি কল অফ ঘোষণা করার একটা বিশেষ উপায় বের করেছে। আর এদিন সেটাই করে দেখাচ্ছিল আমাদের”।

ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে অর্শদীপ এবং আকাশদীপ দুজনেই ভারতীয় দলের প্রথম একাদশে ছিলেন না। শোনা যাচ্ছে দ্বিতীয় টেস্টে খেলতে পারেন অর্শদীপ। প্রস্তুতিও সারছেন জোরকদমে। তার মাঝেই কোচের সঙ্গে চলছে খুনশুটিও।

Related articles

বিধানসভা নির্বাচনের প্রথম দফায় আজ বিহারে ১২১ কেন্দ্রে ভোটগ্রহণ

আজ থেকে শুরু হল বিহার বিধানসভা নির্বাচন। বৃহস্পতিবার প্রথম দফার ভোটগ্রহণ (Bihar Election 2026 First Phase)।এই পর্বে মোট...

KIFF: সিনেপার্বণের সূচনায় আজ শহরে নক্ষত্র সমাবেশ, বিকেলে ফিল্মোৎসবের উদ্বোধনে মুখ্যমন্ত্রী

রুপোলি সিনেমা শহরে দিল পা, বছর ঘুরে আবার এল কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (31st Kolkata International Film Festival...

সুপ্রিম নির্দেশে রাজ্যে ফের শুরু ১০০ দিনের কাজ, নবান্নে তৎপরতা তুঙ্গে 

প্রায় তিন বছর পর ফের রাজ্যে শুরু হতে চলেছে কেন্দ্রীয় ১০০ দিনের কাজ (এমজিএনআরইজিএ) প্রকল্প। সুপ্রিম কোর্ট কলকাতা...

রাত পোহালে প্রথম দফার নির্বাচন বিহারে: হিংসা ঠেকানোই চ্যালেঞ্জ

নির্বাচনের এক সপ্তাহ আগে পরপর খুন। রাজনৈতিক নেতা থেকে সমর্থক। বিহার বিধানসভা নির্বাচনে তাই শান্তি বজায় রাখাই চ্যালেঞ্জ...
Exit mobile version