Tuesday, December 16, 2025

হিমাচলে মেঘভাঙা বৃষ্টিতে মৃত ১, সুড়ঙ্গে বিরাট ধসে আটকে ৩০০ মানুষ

Date:

Share post:

প্রবল প্রাকৃতিক বিপর্যয়ের মুখে হিমাচল প্রদেশ। অতি বৃষ্টিতে বেশ কয়েকদিন ধরেই বিভিন্ন এলাকায় ধসের ঘটনা বাড়ছিল। এবার কুলু ও মান্ডিতে মেঘভাঙা বৃষ্টির (cloud burst) বিপর্যয়। যার ফলে অন্তত একজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে প্রশাসন। সেই সঙ্গে খোঁজ নেই অন্তত ৯ বাসিন্দার। এই বিপর্যয়ের মাঝেই মান্ডি-মানালি জাতীয় সড়কের উপর সুড়ঙ্গে (tunnel) ভয়াবহ ধস নামে। বিরাট পাথর পড়ে বন্ধ হয়ে যায় জাতীয় সড়কে যান চলাচল। ধস নামে মান্ডি-পাঠানকোট জাতীয় সড়কের (National Highway) নির্মীয়মান সুড়ঙ্গেও।

সোমবার রাত থেকে বৃষ্টিতে বিপর্যস্ত মান্ডি। ভোর পর্যন্ত সিমলা জেলা, কুলু জেলা ও মান্ডি জেলায় মেঘ ভাঙা বৃষ্টির (cloud burst) ঘটনা ঘটে। যার ফলে আচমকা হড়পা বানে জলস্তর বেড়ে যায় বিয়াস নদীর। মান্ডিতে জারি করা হয় লাল সতর্কতা। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু জানিয়েছেন একজনের মৃত্যুর খবর। বিভিন্ন এলাকা থেকে গোটা রাজ্যে হড়পা বানে ১২ জনের নিখোঁজ হওয়ার খবর রয়েছে। যার মধ্যে শুধুমাত্র মান্ডি জেলায় নিখোঁজ ৯ জন।

এই পরিস্থিতিতে পর্যটকদের জন্যও নির্দেশিকা জারি করেছে রাজ্য প্রশাসন। প্রশাসনের নির্দেশ মেনে পর্যটকদের নিজেদের ভ্রমণের তালিকা ছোট করার নির্দেশ দেওয়া হয়েছে। সেই সঙ্গে আবহাওয়া দফতরের নির্দেশ অনুসরণ করেই বাইরে বেরোতে নির্দেশ দেওয়া হয়েছে।

এরই মধ্যে মান্ডি-মানালি জাতীয় সড়কে সুড়ঙ্গের (tunnel) বাইরে ধসে আরও বড় বিপর্যয় ঘটে। সুড়ঙ্গে পাথর ধসে তার ভিতরেই আটকে পড়ে প্রায় ৭০ থেকে ৮০টি গাড়ি। আটকে পড়েন প্রায় ২৫০ থেকে ৩০০ মানুষ। মঙ্গলবার সকাল থেকে তাঁদের উদ্ধারের কাজ শুরু হয়। তবে এই বিপর্যয়ে কোনও হতাহতের খবর নেই।

আরও পড়ুন: নিম্নচাপ- জোড়া অক্ষরেখার ত্রি-ফলায় ভারী বৃষ্টির দুর্যোগ রাজ্যজুড়ে!

যদিও একমাত্র মান্ডি-মানালি জাতীয় সড়কেই নয়, বড়সড় ধস নামে মান্ডি-পাঠানকোট জাতীয় সড়কের উপর বিজনি সুড়ঙ্গেও (Bijni tunnel)। কাজ চলাকালীন আচমকা হুড়মুড়িয়ে নেমে আসে সুড়ঙ্গের উপরের বড় বড় পাথর। কোনওক্রমে আর্থ মুভার সরিয়ে প্রাণে বাঁচেন শ্রমিকরা। তবে কেন্দ্রের সরকারের নীতিতে হিমাচলে একের পর এক যেভাবে পাহাড় ভেঙে সুড়ঙ্গ তৈরির কাজ চলছে, তার প্রক্রিয়াগত কারণে বারবার দুর্ঘটনা ও বিপর্যয় ডেকে আনা হচ্ছে বলেও পরিবেশবিদদের একাংশের মত।

spot_img

Related articles

মেসি-বিশৃঙ্খলায় বেনজির কড়া পদক্ষেপ রাজ্যের: শোকজ রাজীব কুমার, মুকেশ-সহ ৩জন, সাসপেন্ড অনীশ

যুবভারতীতে (Yuba Bharati) লিওনেল মেসির (Loinel Messi) অনুষ্ঠানে চূড়ান্ত বিশৃঙ্খলায় বেনজির কড়া পদক্ষেপ করল রাজ্য সরকার (State Government)।...

শেষ দুটি ম্যাচেও অনিশ্চিত বুমরাহ, ধুরন্ধরে মজে টিম ইন্ডিয়ার সদস্যরা

দুয়ারে টি২০ বিশ্বকাপ, তার আগে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি২০ সিরিজেই প্রস্তুতিটা সেরে নিতে চাইছে টিম  ইন্ডিয়া।...

ফিরে এলেন ১১ জন মৎস্যজীবী, এখনও নিখোঁজ ৫ জন

নামখানায় ফিরে এলেন দুর্ঘটনার শিকার হওয়া (Fishermen Rescue) ট্রলারের ১১ জন মৎস্যজীবী। তবে এখনও নিখোঁজ পাঁচজন। কাকদ্বীপে ভারতের...

এসআইআরের পর বঙ্গে প্রকাশিত ভোটারদের পূর্ণাঙ্গ খসড়া তালিকা

রাজ্যে এসআইআরের (SIR) কাজ শেষ, সুচি অনুযায়ী মঙ্গলবার সকালে প্রকাশিত হল ভোটারদের পূর্ণাঙ্গ খসড়া তালিকা (Draft Voter list)।...