Wednesday, August 27, 2025

ফের থাইল্যান্ডের রাজনৈতিক মহলে উত্তেজনা। নীতি লঙ্ঘনের অভিযোগে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পায়তংতার্ন শিনাওয়াত্রাকে (Paetongtarn Shinawatra) পদ থেকে সাময়িকভাবে বরখাস্ত করল সেদেশের সাংবিধানিক আদালত। মঙ্গলবার সাংবিধানিক আদালত জানিয়েছে, পায়তংতার্নের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও সংবিধান লঙ্ঘনের অভিযোগ ওঠায় তদন্ত চলাকালীন তাঁকে একেবারে পদ ছাড়তে হবে।

জানা গেছে বিতর্কের সূত্রপাত হয়েছিল শিনাওয়াত্রার (Paetongtarn Shinawatra) সঙ্গে কম্বোডিয়ার কম্বোডিয়ার সেনেটের রাষ্ট্রপতি হুন সেনের  (Hun Sen) একটি ফোন কল ফাঁসের মাধ্যমে। যেখানে শিনাওয়াত্রা কথা বলার সময় হুন সেনকে ‘আঙ্কেল’ বলে সম্বোধন করেছেন ও সীমান্ত বিরোধ নিয়েও আলোচনা করেছেন। আর তারপর থেকেই থাইল্যান্ডের রাজনৈতিক টানাপোড়েন বাড়তে থাকে। প্রসঙ্গত, কম্বোডিয়া ও থাইল্যান্ডের মধ্যে বেশ কিছুদিন ধরেই সীমান্ত বিরোধ নিয়ে সম্পর্কের অবনতি হচ্ছিল। সম্পর্ক একদম তলানিতে ঠেকে গত মাসে থাইল্যান্ডের সঙ্গে যুদ্ধ করতে গিয়ে কম্বোডিয়ার এক সেনা নিহত হলে। এরই মধ্যে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী ও কম্বোডিয়ার সেনেটের রাষ্ট্রপতির এই ফোনালাপ আরও উত্তেজনার সৃষ্টি করেছিল। শেষ পর্যন্ত বাধ্য হয়েই আদালত এই ব্যাপারে হস্তক্ষেপ করে।

২০২৩ সালে কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন সেন পদত্যাগ করেছেন। বর্তমানে কম্বোডিয়ার সেনেটের রাষ্ট্রপতি তিনি। কিন্তু তারপরেও সে দেশে তাঁর প্রভাব এখনো যথেষ্ট। অন্যদিকে, পায়তংতার্ন শিনাওয়াত্রা থাকসিন শিনাওয়াত্রার কন্যা এবং পেউ থাই পার্টির নেত্রী। তিনি গত বছর নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করে দেশের প্রধানমন্ত্রী হন। তবে তাঁর পরিবার দীর্ঘদিন ধরেই থাইল্যান্ডের রাজনীতিতে বিতর্কিত। আরও পড়ুন : 

Related articles

দেশ-বিদেশের মানচিত্রে পর্যটনে উজ্জ্বল বাংলা! সামনে বড় লক্ষ্য: ইন্দ্রনীল সেন 

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দূরদর্শী নেতৃত্বে দেশ-বিদেশের পর্যটন মানচিত্রে ইতিমধ্যেই গুরুত্বপূর্ণ স্থান করে নিয়েছে বাংলা। তবে এখানেই থেমে থাকতে...

পণের জন্য অত্যাচার! মৃতা ননদ নিকিকে নিয়ে বিস্ফোরক অভিযোগ মীণাক্ষির

গ্রেটার নয়ডায় নিকি ভাটি হত্যাকাণ্ড (Nikki Bhati Murder Case) নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা দেশে। জানা গিয়েছে, পণের দাবি...

মিশন ২০৩০ কমনওয়েলথ গেমস, বিড করতে সবুজ সংকেত কেন্দ্রীয় মন্ত্রিসভার

মিশন ২০৩৬ অলিম্পিক। তার আগে ২০৩০ সালে কমনওয়েলথ গেমস (2030 Commonwealth Games) আয়োজন করার পরিকল্পনা নিয়েছে আইওএ (IOA)।...

স্কুলের শৌচাগারে অগ্নিদগ্ধ পঞ্চমের ছাত্রী! পাটনায় বিক্ষোভ অভিভাবকদের

স্কুলের শৌচাগারের মধ্যে রহস্যজনকভাবে পুড়ে মৃত্যু (burnt alive) হল পঞ্চম শ্রেণির এক পড়ুয়ার। ঘটনার জেরে স্কুলে বিক্ষোভ ও...
Exit mobile version