বুধের সকালে হাওড়া পুরনিগমের (Howrah Municipal corporation) প্রধান প্রশাসনিক ভবনের সামনে দুর্ঘটনা। পৌনে ন’টা নাগাদ আচমকাই ভেঙে পড়ল একটি পুরোনো ইউক্যালিপটাস গাছ। হঠাৎই গুঁড়ি-সহ ধসে পড়ে বিশাল আকৃতির ইউক্যালিপটাস গাছটি। সেইসময় দফতরের সামনেই দাঁড়িয়ে ছিলেন উমেশ ও নুর নামে দুই ব্যক্তি। ঘটনার আকস্মিকতায় সেখান থেকে সরে যেতে পারেননি তাঁরা। গাছের তলায় চাপা পড়েই দুজনের মৃত্যু হয়।

হাওড়া থানার পুলিশ (Howrah Police) ও বিপর্যয় মোকাবিলা বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গাছ সরানোর কাজ শুরু করেছে বলে খবর মিলেছে।স্থানীয় কর্মীদের অভিযোগ, বহুদিন ধরেই গাছটি হেলে ছিল। এই বিষয়ে একাধিকবার কর্তৃপক্ষকে জানানো হলেও কোনও পদক্ষেপ করা হয়নি। যদি বেলার দিকে এই দুর্ঘটনা ঘটতো তাহলে প্রাণহানি সংখ্যাটা আরও বাড়ত বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।হাওড়া পুরনিগমের তরফে এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে।

–

–

–

–

–

–

–

–

–
–
–
–
–
–
–