জোরপূর্বক শারীরিক সম্পর্ক ও গর্ভপাতের অভিযোগে অভিযুক্ত কার্তিক মহারাজ। পুলিশ তাকে তলব করলেও পুলিশি জেরা এড়াতে সটান কলকাতা হাইকোর্টে হাজির কার্তিক মহারাজ (Kartik Maharaj)। তার নামে দায়ের হওয়া এফআইআর (FIR) খারিজের আবেদন নিয়ে আদালতের দ্বারস্থ কার্তিক। সেই মামলায় আদালতের প্রশ্নের মুখে বিজেপি নেতা। এবার সেই মামলায় রাজ্যকে রিপোর্ট জমা দেওয়ার অতিরিক্ত সময় দিল কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) জয় সেনগুপ্তর বেঞ্চ।

মঙ্গলবার কলকাতা হাই কোর্টে এফআইআর খারিজের আবেদনের শুনানিতে হাজির হন কার্তিক মহারাজ। সেখানে বনগ্রাম থানার তলবে থানায় যেতে কার্তিককে নির্দেশ দেয় আদালত। তবে এফআইআর (FIR) খারিজ মামলা বুধবার শোনে আদালত। রাজ্যের তরফ থেকে সেই মামলায় রিপোর্ট পেশের জন্য সময় চান অ্যাডভোকেট জেনারেল।

বিচারপতি জয় সেনগুপ্ত রাজ্যকে রিপোর্ট পেশের সময় দেন। বৃহস্পতিবার মামলার পরবর্তী শুনানি। সেদিনই রাজ্যের তরফ থেকে রিপোর্ট পেশের সম্ভাবনা।

–


–


–
–

–
–
–

–

–

–

–
