আমেদাবাদে এয়ার ইন্ডিয়ার ভয়াবহ বিমান দুর্ঘটনার প্রাথমিক তদন্ত রিপোর্ট প্রকাশিত হতে পারে আগামী দু-এক দিনের মধ্যেই। আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার (ICAO) নির্দেশিকা অনুযায়ী, দুর্ঘটনার ৩০ দিনের মধ্যে একটি প্রাথমিক রিপোর্ট জমা দেওয়া বাধ্যতামূলক। সেই হিসেব অনুযায়ী, ১১ জুলাইয়ের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার শেষ দিন।

উল্লেখ্য, গত মাসে আমেদাবাদ বিমানবন্দরে অবতরণের সময় এয়ার ইন্ডিয়ার ড্রিমলাইনার AI-171 ভয়াবহভাবে বিধ্বস্ত হয়। এই মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারান ৫২ জন যাত্রী, যাঁদের মধ্যে অধিকাংশই ছিলেন ব্রিটিশ নাগরিক। জানা গিয়েছে, এই ঘটনার পর নিহত ৫২ জন ব্রিটিশ নাগরিকের পরিবার এয়ার ইন্ডিয়ার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। তাঁদের অভিযোগ, যেভাবে ক্ষতিপূরণ নির্ধারণ করা হয়েছে, তা একেবারেই অপ্রতুল এবং অবিচারমূলক। আন্তর্জাতিক আইনজীবীদের সঙ্গে যোগাযোগ করে তাঁরা উচ্চতর আদালতে মামলা করতে চলেছেন বলে খবর।

সরকারি সূত্রে জানা গেছে, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্তে নেমেছে ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন (DGCA)। ইতিমধ্যেই ব্ল্যাক বক্স থেকে উদ্ধার হয়েছে গুরুত্বপূর্ণ তথ্য। সেইসব তথ্যের ভিত্তিতেই তৈরি হচ্ছে প্রাথমিক রিপোর্ট।

পরিবারের সদস্যদের ক্ষোভ, বিমান সংস্থা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যথেষ্ট সতর্কতা অবলম্বন করলে এতবড় দুর্ঘটনা এড়ানো যেত। এখন তারা চাইছেন, শুধু ক্ষতিপূরণ নয়, দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক। তদন্ত রিপোর্ট প্রকাশের পর পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, তা নিয়ে উদ্বেগ বাড়ছে প্রশাসনিক মহলেও। প্রসঙ্গত, এয়ার ইন্ডিয়ার অতীত রেকর্ড ঘেঁটে দেখছে তদন্তকারী সংস্থাও। এখন নজর ১১ জুলাইয়ের দিকেই—প্রাথমিক রিপোর্ট কী বার্তা নিয়ে আসে, তা দেখার অপেক্ষায় গোটা দেশ।

আরও পড়ুন – দিনভর বিক্ষোভ আলিপুর আদালতে, বাড়ল তিন অভিযুক্তের পুলিশ হেফাজত

_

_

__

_

_

_
_
_
_
_