Sunday, November 2, 2025

যুগলের রক্তাক্ত দেহ উদ্ধারে তুমুল চাঞ্চল্য বৈদ্যবাটিতে!

Date:

ভোররাতে রক্তাক্ত জোড়া দেহ উদ্ধারে তুমুল চাঞ্চল্য ছড়িয়েছে হুগলির (Hooghli) বৈদ্যবাটিতে। বৃহস্পতিবার ভোর রাতে বৈদ্যবাটি পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের সীতারাম বাগান এলাকার বাড়িতে ভাড়াটে যুগলের চিৎকার শুনে প্রতিবেশীরা গিয়ে তাঁদের রক্তাক্ত অবস্থায় দেখতে পান। পুলিশ (Police) গিয়ে তাঁদের উদ্ধার করে শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা দুজনকেই মৃত বলে ঘোষণা করেন। তদন্তে ঘটনাস্থলে যান চন্দননগর পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা

৩৫ বছরের মণীশ ভাদুড়ি ও ৩২ বছরের অপর্ণা মাঝি বৈদ্যবাটির ১৮ নম্বর ওয়ার্ডের সীতারাম বাগান এলাকার একটি বাড়িতে গত তিনবছর ধরে ভাড়া থাকতেন। স্থানীয়রা জানান, রাত তিনটে নাগাদ চিৎকার শুনতে পান তাঁরা। বাড়িতে গিয়ে দেখেন রক্তাক্ত অবস্থায় দুজনে পড়ে আছেন। একজন ঘরের মধ্যে এবং অন্যজন ঘরের বাইরে। যন্ত্রণায় ছটফট করছিলেন। রাজার বাগানে মণীশের বাড়ির লোককে খবর দেন প্রতিবেশীরা। তাঁরাই পুলিশে (Police) খবর দেন। পুলিশ গিয়ে যুগলকে উদ্ধার করে শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা দুজনকেই মৃত বলে ঘোষণা করেন।

স্থানীয় সূত্রে খবর, মণীশ একটি ঢালাই কারখানায় কাজ করতেন। অপর্ণা পরিচারিকা ছিলেন। তাঁরা একসঙ্গে থাকতেন। দুজনে সকালে কাজে বেরিয়ে যেতেন। রাতে বাড়ি ফিরতেন। কীভাবে তাঁদের মৃত্যু হল, এটা খুন না আত্মহত্যা- জানতে তদন্ত শুরু করেছে শ্রীরামপুর থানার পুলিশ। ঘটনার তদন্তে যান চন্দননগর পুলিশের DCP শ্রীরামপুর অর্ণব বিশ্বাস, ACP শুভঙ্কর বিশ্বাস, শ্রীরামপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক। এলাকার সমস্ত CCTV ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।
আরও খবরহাওড়া সাঁকরাইলের আলমপুরে অগ্নিকাণ্ড! ঘটনাস্থলে দমকলের ৪ ইঞ্জিন

Related articles

বৃষ্টির ভ্রুকূটির মাঝেই পারদ পতন! রাজ্যে অফিসিয়াল শীতের আগমন কবে 

নিম্নচাপের জেরে সারা বছর রাজ্যে বৃষ্টির যন্ত্রণা সহ্য করতে হয় বাঙালিকে। বর্ষা (Monsoon) বিদায় নিলেও অকাল বর্ষণের কারণে...

সাহস থাকলে কোর্টে চলুন, ‘গদ্দার’ শুভেন্দুকে কড়া চ্যালেঞ্জ পার্থর

কথায়-কথায় কোর্টে গিয়ে মামলা করা বিরোধী দলনেতা গদ্দার অধিকারীকে পানিহাটির প্রদীপ কর (Pradip Kar) ইস্যুতে কড়া চ্যালেঞ্জ জানালেন...

হ্যালো মিস্টার খান, আজ থেকে আপনি সিনিয়র সিটিজেন!

দিল্লি থেকে মুম্বই আসার জন্য ট্রেনের টিকিট কাটতে পারেননি তিনি, আজ সেই মানুষটাকে দেখতে কয়েকশো কোটি টাকার টিকিট...

বিহারে লালু-ঘনিষ্ঠ নেতার মৃত্যুতে গ্রেফতার জেডিইউ প্রার্থী

ভোটের প্রচারে সরবরাহ বিহার (Bihar Assembly Election)। শাসকবিরোধী সব রাজনৈতিক দলই রাস্তায় নেমে নিজের ও দলের কাজকর্মের কথা...
Exit mobile version