Thursday, August 21, 2025

গিলের দ্বিশতরান, ইংল্যান্ডের মাটিতে ইতিহাস ভারত অধিনায়কের

Date:

দলের সবচেয়ে কঠিন সময়ে হাল ধরলেন। সেইসঙ্গেই ইংল্যান্ডের মাটিতে তৈরি করলেন নতুন ইতিহাস। সুনীল গাভাসকর (Sunil Gavaskar) থেকে বিরাট কোহলিরা (Virat Kohli) যা করতে পারেননি, সেটাই ইংল্যান্ডের মাটিতে করলেন অধিনায়ক শুভমন গিল (Shubman Gill)। প্রথম ভারতীয় অধিনায়ক হিসাবে ইংল্যান্ডে টেস্টে দ্বিশতরানের রেকর্ড গড়লেন শুভমন গিল (Shubman Gill)। সেইসঙ্গে ভারতকেও একটা শক্তিশালী জায়গায় পৌঁছে দিলেন তিনি। ভারতীয় ক্রিকেট বোর্ড থেকে গৌতম গম্ভীর (Gautam Gambhir), দায়িত্বটা যে ভুল কাঁধে দেননি তা হয়ত এদিনই বুঝিয়ে দিলেন ভারতীয় দলের তরুণ অধিনায়ক।

দলের কঠিন সময়ে হাল ধরেছিলেন প্রথম দিন থেকে। সেই থেকেই কার্যত একা হাতেই লড়াইটা শুরু। অবশ্যই রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja) তাঁকে সঙ্গ না দিলে লড়াইটা আরও অনেকটাই কঠিন হয়ে যেত। শুভমনের (Shubman Gill) চওড়া ব্যাটে ভারতের বড় রানের আশাও ক্রমশ বাড়তে থাকে। অবশেষে টেস্টের দ্বিতীয় দিনই সেই মাহেন্দ্রক্ষণ। টেস্ট কেরিয়ারে প্রথম দ্বিশতরান করলেন শুভমন গিল। সেইসঙ্গেই রানির দেশে ইতিহাসে ভারতীয় ক্রিকেট রাজপুত্র।

ভারতের কিংবদন্তী অধিনায়কদের ইংল্যান্ডের মাটিতে টেস্টে দ্বিশতরানের রেকর্ড নেই। সেটাই করলেন এবার শুভমন গিল (Shubman Gill)। অধিনায়ক হিসাবে তার অনেক আগেই তিনি রেকর্ড গড়ে ফেলেছিলেন। কিন্তু গিলকে এখন আটকে রাখা ব্রিটিশ বোলারদের কাছে কার্যত দুঃসাধ্য একটা ব্যাপার। অপেক্ষাটা ছিল সেই সময়টার। গিলের শর্ট রান নিতেই গোটা এজবাস্টন ফেটে পড়ল হাত তালিতে। হবে নাই বা কেন প্রথম ভারতীয় অধিনায়ক হিসাবে ব্রিটিশদের ঘরে গিল তখন দ্বিশতরানের মালিক। দলের রানও কার্যত বিরাট জায়গায়।

শুভমন গিলের এমন রেকর্ডের পর থেকেই সোশ্যাল মিডিয়া জুড়ে নেমেছে শুভেচ্ছা বার্তার ঢল। প্রাক্তন থেকে বিশেষজ্ঞ সকলেই আপ্লুত নতুন অধিনায়কের এমন পারফরম্যান্সে। বিরাট, রোহিতদের উত্তরাধিকার হিসাবে গিল যে একেবারেই যোগ্য তা বলার অপেক্ষা হয়ত আর রাখে না।

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version