Friday, July 4, 2025

সিদ্দিকুল্লা চৌধুরীর কনভয় ঘিরে দফায় দফায় বিক্ষোভ-কালো পতাকা!

Date:

রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরীর (Siddiqulla Chowdhury) কনভয় ঘিরে দফায় দফায় বিক্ষোভ। বৃহস্পতিবার সকাল থেকে উত্তেজনা ছড়াল পূর্ব বর্ধমানের মন্তেশ্বরে। অভিযোগ, সিদ্দিকুল্লা চৌধুরীকে ঘিরে ‘গো ব্যাক’ স্লোগান দেওয়ার পাশাপাশি কালো পতাকা দেখান তৃণমূল (TMC) কর্মীদের একাংশ। এমনকী, মন্ত্রীর গাড়িতে ইট, লাঠি দিয়ে হামলা চালান হয় বলে অভিযোগ। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গেলে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ধ্বস্তাধ্বস্তি বাঁধে। মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমদ হোসেন শেখের দিকেই অভিযোগের আঙুল তুলেছেন সিদ্দিকুল্লা।

একুশে জুলাইয়ের প্রস্তুতি সভার আগে সভাস্থল ঘুরে দেখতে এদিন সকাল ১০টা নাগাদ মালডাঙা এলাকায় যান সিদ্দিকুল্লা (Siddiqulla Chowdhury)। কিন্তু গাড়ি থেকে নামতেই কয়েকজন মহিলা ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে শুরু করেন। ঘটনায় মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমদ হোসেন শেখের দিকেই অভিযোগের আঙুল তুলেছেন মন্ত্রী। তাঁর দাবি, তিনি নিজে আঙুলে চোট পেয়েছেন। তাঁর গাড়িতে থাকা ৬ জন জখম। পরিস্থিতি সামাল দিতে গেলে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ধস্তাধস্তি হয়।

এরপর গাড়িতে উঠে কুসুমডাঙায় অন্য এক কর্মসূচিতে অংশ নিতে রওনা দেন মন্ত্রী। কিন্তু সেখানেও তাঁর কনভয় থামিয়ে বিক্ষোভ দেখানো হয়। এই নিয়ে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ জানান, বিষয়টি দল দেখছে। সেই মতো পদক্ষেপ করা হবে।

Related articles

রেলের সিগন্যাল কেবল ক্ষতিগ্রস্ত করার অভিযোগ ওড়াল ডব্লিউবিএসইডিসিএল 

রেলের সিগন্যাল কেবল ক্ষতিগ্রস্ত করার অভিযোগ ওড়াল ডব্লিউবিএসইডিসিএল। সংস্থার স্পষ্ট বক্তব্য, ওভারহেড তারের বদলে আন্ডারগ্রাউন্ড কেবল সিস্টেম করা...

কেন রুদ্ধদ্বার শুনানি? বিজেপির ‘ধর্ষকবন্ধু’ কার্তিক মহারাজের জবাব চাইল হাই কাের্ট 

ধর্ষণের অভিযোগে পুলিশি তলবে সাড়া না দিয়ে গ্রেফতারি এড়াতে হাইকোর্টের শরণাপন্ন হয়েছেন বিজেপির ‘ধর্ষকবন্ধু’ কার্তিক মহারাজ। বিচারপতি জয়...

বেসরকারি হাসপাতালে চিকিৎসকদের হুমকির অভিযোগ! বিজেপি নেতা কৌস্তভকে নোটিশ থানার 

ওয়্যারলেস মোড় লাগোয়া একটি বেসরকারি হাসপাতালে রোগীমৃত্যু ঘিরে অশান্তির আবহে বিজেপি নেতা ও আইনজীবী কৌস্তভ বাগচীর বিরুদ্ধে ‘হুমকি‑হেনস্তা’র...

আন্তর্জাতিক স্বীকৃতির লক্ষ্যে ব্ল্যাক বেঙ্গল গোট! পুরুলিয়ায় রাজ্যের বিশেষ প্রকল্প

আন্তর্জাতিক বাজারে ব্ল্যাক বেঙ্গল গোট (Black Bengal Goat)-এর স্বাদ ও গুণমানের স্বীকৃতি আদায়ের লক্ষ্যে এবার বড় পদক্ষেপ নিল...
Exit mobile version