Friday, January 16, 2026

মজা করতে ৪ বছর পর সাপ্লিমেন্টারি চার্জশিট? পদ্মনেতা খুনে আদালতে ভর্ৎসিত CBI!

Date:

Share post:

২০২১ সালের বিধানসভা নির্বাচন পরবর্তী হিংসায় (Post poll violence) বিজেপি নেতা খুনের অভিযোগে শুরু হওয়ার তদন্তের সাপ্লিমেন্টারি চার্জশিট দিতে CBI সময় নিল চার বছর! এটা কি মজা হচ্ছে? ঠিক এই ভাষাতেই শুক্রবার ব্যাঙ্কশাল আদালতে ভর্ৎসিত কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে বাংলায় আগামী নির্বাচনের ঠিক আগে অভিজিৎ সরকার (Abhijit Sarkar) খুনের ঘটনায় সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দিয়েছে বিজেপি সরকারের অঙ্গুলি হিলনে চলা তদন্তকারী সংস্থা সিবিআই। এদিন সেই মামলায় আদালতে বিচারক প্রশ্ন করেন, ”৪ বছরে কাউকে গ্রেফতারের চেষ্টা করেছেন? কাউকে গ্রেফতার করতে হবে, প্রয়োজন মনে করেছিলেন?” জবাবে সিবিআই (CBI )জানায় আগে যে অফিসার এই ঘটনা তদন্ত করছিলেন তিনি কাউকে গ্রেফতার করার প্রয়োজনীয়তা বোধ করেননি। এরপরই বিচারক বলেন,”এটা কি মজা হচ্ছে?” তৃণমূল কংগ্রেসের তরফে CBI-র এই পদক্ষেপকে আগেই রাজনৈতিক লিফলেট বলে দাবি করা হয়েছিল। এদিন দলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh) বলেন, আসন্ন বিধানসভা ভোটের নির্বাচনী প্রচার হিসেবে বিজেপির হাতে অস্ত্র তুলে দিতে সিবিআই গল্প লিখেছে, এসব কোর্টে টিকবে না।

আজ থেকে চার বছর আগে ২০২১ সালের ২ জুলাই ভোট-পরবর্তী হিংসা মামলায় বেলেঘাটার বিজেপি কর্মী অভিজিৎ সরকার খুনের (Abhijit Sarkar Murder) ঘটনা ঘটে। ওই ঘটনার তদন্ত সিবিআইয়ের হাতে দেয় কলকাতা হাইকোর্ট। সিবিআই প্রথমে একটি চার্জশিট জমা দিলেও তদন্তে উঠে আসে আরও কিছু তথ্য।তার ভিত্তিতেই এদিন সাপ্লিমেন্টারি চার্জশিট জমা পড়ে। এরপরই এই ঘটনায় কোনও গ্রেফতারি হয়েছে কিনা তা নিয়ে প্রশ্ন তোলে আদালত। সিবিআইয়ের তরফে জানানো হয় এখনও পর্যন্ত কোনও গ্রেফতারি নেই। এই বক্তব্য শুনে বিচারক ক্ষোভের সুরে বলেন, তার মানে এখনও ওয়ারেন্ট জারির প্রয়োজন নেই বলে মনে করছেন?” এরপরই সিবিআই-কে চার্জশিটের কপির সঙ্গে সমন জারির নির্দেশ দিয়েছে আদালত। কেন্দ্রীয় সংস্থা এই কাজের জন্য এক মাস সময় চেয়েছে বলে জানা গেছে। তৃণমূল নেতা কুণাল ঘোষ বলেন, এত বছর আগে ঘটে যাওয়া সেই ঘটনার সাপ্লিমেন্টারি চার্জশিট দিতে যদি এত সময় লাগে, তাহলে খুব স্বাভাবিকভাবেই তদন্ত নিয়ে সন্দেহ জাগবে। কোর্টেরও সেটাই মনে হয়েছে। এতদিন পর কেন্দ্রীয় এজেন্সির অতিসক্রিয়তা যে উদ্দেশ্যপ্রণোদিত সে কথা ফের মনে করান তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক।

 

spot_img

Related articles

চলো বিজেপি তাড়াই! লোকগানের সুরে অভিনব প্রতিবাদে কবীর সুমন

সুরের জাদুতেই কি এবার রাজনীতির লড়াই? সোশ্যাল মিডিয়ায় কবীর সুমনের সাম্প্রতিক একটি ভিডিও ঘিরে এমনই জল্পনা তুঙ্গে উঠেছে।...

নন্দীগ্রামে সেবাশ্রয়ে অভিষেক, শহিদ পরিবারের পাশে থাকার আশ্বাস

নন্দীগ্রামের কাছের মানুষ হয়ে উঠলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। বৃহস্পতিবার নন্দীগ্রামে সেবাশ্রয় কর্মসূচি থেকে শহিদ পরিবারের পাশে থাকার...

আড়াই মাসে প্রায় ৩০ লক্ষ টন, খরিফে ধান সংগ্রহে গতি রাজ্যের

রাজ্য খাদ্য দফতরের ধান সংগ্রহ অভিযানে উল্লেখযোগ্য অগ্রগতি। চলতি খরিফ মরসুমে সরকারি সহায়ক মূল্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের...

এসআইআর আতঙ্কে রাজ্যে মৃত ২! আত্মঘাতী বিএলও 

এসআইআর শুনানি ও অতিরিক্ত কাজের চাপকে কেন্দ্র করে রাজ্যে মৃত্যুর ঘটনা থামছেই না। বৃহস্পতিবার মুর্শিদাবাদের সামশেরগঞ্জ ও লালগোলায়...