জসপ্রীত বুমরাহ দ্বিতীয় টেস্টে নেই। ভারতের বোলিং লাইনআপ নিয়ে কার্যত আতঙ্কের কথাই শোনা গিয়েছিল সকলের মুখে। বিশেষ করে প্রথম টেস্টের পর। মহম্মদ সিরাজের (Mohammed Siraj) পারফরম্যান্স নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছিল। সেই জবাবটাই বোধহয় টেস্টের তৃতীয় দিন দিলেন এই হায়দরাবাদী পেসার। ইংল্যান্ডের সেরা দুই ব্যাটারের উইকেট এখন তাঁর ঝুলিতে। যে রুট (Joe Root) গত ম্যাচে বিধ্বংসী ছিল। তাকে তো ফেরালেনই, বেন স্টোকসকে (Ben Stokes) রানের খাতাই খুলতে দিলেন মহম্মদ সিরাজ (Mohammed Siraj)।
দ্বিতীয় দিন ক্রিজে ছিলেন জো রুট। তাঁর ক্রিজে বেশীক্ষণ থাকা মানে যে ভারতীয় বোলিং লাইনআপে চাপ বাড়বে তা বলাই বাহুল্য। মধ্যাহ্নভোজ বিরতির আগেই ব্রিটিশ শিবিরের দুই তারকাকে সাজঘরে ফিরিয়ে দেন এই মহম্মদ সিরাজই(Mohammed Siraj)। ২২ রানেই সিরাজের বলে ক্যাচ হয়ে সাজঘরে ফিরতে হয় জো রুটকে।
এরপরই সিরাজের আরেকটা শিকার। ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকস। শূন্য রানেই তাঁকে সাজঘরে ফিরিয়ে দেন মহম্মদ সিরাজ। এরপরই সোশ্যাল মিডিয়া জুড়ে মহম্মদ সিরাজকে নিয়ে হৈচৈ। জবাবটা বোধহয় মাঠ থেকেই দিতে চেয়েছিলেন তিনি। ইংল্যান্ডের সবচেয়ে ভয়ঙ্কর দুই ব্যাটারকেই সাজঘরে ফিরিয়ে দিয়ে ভারতের কাজটা খানিকটা হলেও সহজ করে দিয়েছেন তিনি। ইংল্যান্ডকে তাড়াতাড়ি ভারতীয় বোলাররা অল আউট করতে পারে কিনা সেটাই দেখার।
–
–
–
–
–
–
–
–
–
–
–
–