Wednesday, August 20, 2025

দ্বিতীয় টেস্ট চলাকালীনই বোর্ডের নিয়ম ভঙ্গ জাদেজার

Date:

Share post:

বেশ কয়েকদিন পর ফের বড় রান পেয়েছেন রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja)। ইংল্যান্ডের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ৮৯ রানের ইনিংস খেলেছিলেন জাড্ডু। ছুঁয়েছেন কপিল দেবের (Kapil Dev) রেকর্ডও। কিন্তু এর মাঝেই ফের বিতর্কে ভারতীয় দলের স্যার জাড্ডু। বোর্ডের নিয়ম ভঙ্গের অভিযোগ এবার রবীন্দ্র জাদেজার (Ravindra Jadeja) বিরুদ্ধে। আর তাতেই শাস্তিও নাকি হতে পারে তাঁর। যদিও বোর্ডের তরফে অবশ্য সেভাবে কিছু জানানো হয়নি।

কিন্তু এরপর থেকেই শুরু হয়েছে যে জাদেজা (Ravindra Jadeja) কোন নিয়ম ভাঙলেন। বর্ডার-গাভাসকর ট্রফির পরই ক্রিকেটারদের আরও শৃঙ্খল করতে প্রায় ১০ দফা নিয়ম জারি করেছিলেন ভারতীয় ক্রিকেট বোর্ড। সেখানেই একটি নিয়ম নাকি জাদেজা ভেঙেছেন। সেই দশ দফা নিয়মের মধ্যে একটি ছিল যে ক্রিকেটাররা প্রস্তুতি হোক বা ম্যাচের সময় মাঠে যাওয়া, দলের সঙ্গেই যেতে হবে। কোনও ক্রিকেটারই একা যেতে পারবেন না মাঠে। এমনকি পরিবারের সদস্যদের সঙ্গেও যেতে পারবেন না। ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট চলাকালীন নাকি সেই নিয়মই ভেঙেছেন জাড্ডু।

সূত্রের খবর দ্বিতীয় দিন নিজের ব্যাটিং আরও মজবুত করার জন্য নাকি দলের আগেই মাঠে পৌঁছে গিয়েছিলেন রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja)। খানিকটা বাড়তি প্রস্তুতি সারতে চেয়েছিলেন। এরপরই ৮৯ রানের ইনিংস খেলেছেন জাদেজা। শুভমন গিলের ২৬৯ রানের লক্ষ্যে পৌঁছতে জাদেজার অবদানও যে কম নয় তা বলার অপেক্ষা রাখে না। কিন্তু নিয়ম ভেঙে ফেলেছেন জাদেজা।

তবে কি এবার শাস্তির আওতায় পড়তে হবে ভারতীয় ক্রিকেটের এই তারকাকে। এখনও পর্যন্ত অবশ্য বোর্ডের তরফ থেকে সেভাবে কিছুই জানানো হয়নি। তবে হাল্কা বিতর্ক কিন্তু শুরু হয়ে গিয়েছে।

spot_img

Related articles

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...

ডুরান্ড অভিষেকেই ইতিহাস তৈরি ডায়মন্ড হারবারের, সেমিফাইনালেই বিদায় লাল-হলুদ ব্রিগেড

বড় ম্যাচ জিতে পরের ম্যাচে মুখ থুবড়ে পড়ার ইতিহাসের পুনরাবৃত্তি ঘটালো ইমামি ইস্টবেঙ্গল এফসি (EEBFC)। আর অন্যদিকে ডুরান্ড...

বাঁকুড়ার ডেকরেটার্স মালিক খুন মামলায় দোষী সাব্যস্ত! কর্মী-সহ ৩ জনের যাবজ্জীবন

ডেকরেটার্স মালিক খুনের চার বছর পর রায় দিল বাঁকুড়া জেলা আদালত। যাবজ্জীবন কারাদণ্ড হল এক কর্মী-সহ তিন অভিযুক্তের।...

অভিষেকের উদ্যোগ! এসপ্ল্যানেড রো ওয়েস্টের নতুন নাম হল ‘জাস্টিস রাধাবিনোদ পাল সরণি’ 

মধ্য কলকাতার এসপ্ল্যানেড রো ওয়েস্টের নামকরণ করা হল ‘জাস্টিস রাধাবিনোদ পাল সরণি’। উদ্যোগী ছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ...