ভুয়ো বিদেশী ডিগ্রি ব্যবহারে ‘দোষী সাব্যস্ত’ শান্তনু সেনের (Shantanu Sen) রেজিস্ট্রেশন ২ বছরের জন্য সাসপেন্ড করেছে ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিল। তবে, এই সিদ্ধান্তের বিরোধিতায় কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হয়েছেন শান্তনু।

শান্তনু সেনের বিরুদ্ধে অভিযোগ ওঠে ভুয়ো বিদেশী ডিগ্রি ব্যবহার করে তিনি মানুষকে প্রতাড়িত করেছেন। তাঁকে দোষী সাব্য়স্ত করে রাজ্য মেডিক্যাল কাউন্সিল। রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান সুদীপ্ত রায় (Sudipto Ray) জানান, শান্তনুর বিরুদ্ধে ভুয়ো বিদেশি ডিগ্রি ব্যবহারের অভিযোগ প্রমাণিত হয়েছে। ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিলকে না জানিয়েই ওই ডিগ্রি ব্যবহার করছিলেন শান্তনু। এর পরেই বৃহস্পতিবার শান্তনু সেনের রেজিস্ট্রেশন ২ বছরের জন্য সাসপেন্ডের সিদ্ধান্ত হয়। আপাতত ২ বছরের জন্য চিকিৎসক হিসেবে প্র্যাকটিস করতে পারবেন না তিনি।

কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হন শান্তনু। তাঁর সাসপেনশনের নির্দেশ খারিজের আবেদন করেছেন তিনি। বিচারপতি অমৃতা সিনহার এজলাসে মামলা দায়ের হয়েছে। শান্তনুর দাবি, তাঁর ডিগ্রি ভুয়ো নয়। ২০১৯ সালে তিনি লন্ডন থেকে FRCP ডিগ্রি অর্জন করেন। আগামী সপ্তাহে মামলার শুনানির সম্ভাবনা।
আরও খবর: বন্ধ কারখানা-বাগিচা শ্রমিকদের আর্থিক সহায়তায় ডিজিটাল পোর্টাল আনছে রাজ্য

–


–


–
–

–
–
–

–

–

–

–
