মেরামতির কাজ যেন শেষই হয় না পূর্ব রেলের। অথচ প্রতিদিনের লেট ট্রেনের ভোগান্তিরও শেষ নেই। এবার আবার দমদম জংশন (Dumdum Jn.) স্টেশনে মেরামতির কাজের জন্য শনিবার মধ্যরাত থেকে রবিবার সকাল পর্যন্ত বাতিল থাকছে শিয়ালদহ (Sealdah) উত্তর শাখার একগুচ্ছ ট্রেন। প্রভাব পড়ছে মেন লাইন, বনগাঁ লাইন ও ডানকুনি লাইনে।
রেলের দাবি এবার সম্পূর্ণ সিগনাল প্রতিস্থাপনের কাজ করা হচ্ছে। যার ফলে পয়েন্টে নিয়ন্ত্রণ আরও সহজ হবে। তার জন্যই শনিবার মধ্যরাত থেকে ৭ ঘণ্টা বন্ধ থাকবে দমদম জংশনের (Dumdum Jn.) উপর দিয়ে সমস্ত রেল চলাচল। যেসব ট্রেন বাতিল করা হয়েছে সেগুলি হল:
ডানকুনি লাইনে আপ ট্রেন
শিয়ালদহ ডানকুনি – শনিবার রাত ১০.২৩
রবিবার ভোর ৪.০৭
রবিবার ভোর ৪.৫৮
রবিবার ভোর ৫.৪২
রবিবার সকাল ৬.০৫
রবিবার সকাল ৬.৪৫
ডানকুনি শাখায় ডাউন ট্রেন
ডানকুনি শিয়ালদহ – শনিবার রাত ১১.৪৩
রবিবার ভোর ৫.০৩
রবিবার ভোর ৫.৫৩
রবিবার সকাল ৬.৩৪
রবিবার সকাল ৭.০২
রবিবার সকাল ৭.৪৫
শিয়ালদহ মেন শাখায় আপ ট্রেন
শিয়ালদহ নৈহাটি – রবিবার ভোর ৪.৪০
রবিবার সকাল ৭.৫২
শিয়ালদহ মেন শাখায় ডাউন ট্রেন
কল্যাণী সীমান্ত শিয়ালদহ – রবিবার ভোর ৫.০২
লৈহাটি শিয়ালদহ – রবিবার ভোর ৪.০৫
রবিবার ভোর ৪.৫০
রবিবার সকাল ৯.২৭
বনগাঁ শাখায় আপ ট্রেন
শিয়ালদহ বনগাঁ – রবিবার ভোর ৩.১৫
রবিবার ভোর ৫.৫৪
শিয়ালদহ হাবড়া – রবিবার ভোর ৪.৪৫
রবিবার সকাল ৬.৪০
শিয়ালদহ বারাসত – রবিবার সকাল ৮.৫৮
বনগাঁ শাখায় ডাউন ট্রেন
বনগাঁ শিয়ালদহ – রবিবার সকাল ৮.০৮
রবিবার সকাল ৮.৩২
হাবড়া শিয়ালদহ – রবিবার সকাল ৬.৩৭
রবিবার সকাল ৮.৫৫
দত্তপুকুর শিয়ালদহ – রবিবার ভোর ৫.৪২
বারাসত শিয়ালদহ – রবিবার ভোর ৫.১৬
আরও পড়ুন: পুনে ধর্ষণে ইউ-টার্ন! অভিযুক্ত যুবকের সঙ্গে সেলফি নিয়েছিলেন ‘নির্যাতিতা’ই
এই সব লোকাল ট্রেনগুলির পাশাপাশি প্রভাবিত এক্সপ্রেস ট্রেনও। বামনহাট শিয়ালদহ উত্তরবঙ্গ এক্সপ্রেসকে ডানকুনির বদলে ব্যান্ডেল-নৈহাটি দিয়ে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। হলদিবাড়ি শিয়ালদহ দার্জিলিং মেলকেও ডানকুনির বদলে ঘুরিয়ে দেওয়া হচ্ছে ব্যান্ডেল-নৈহাটি রুটে।
–
–
–
–