Wednesday, August 20, 2025

সিপিএমের আমলে উত্তরপাড়া কলেজে কারা চাকরি পেয়েছেন! বাম-কংগ্রেসে একতিরে নিশানা কল্যাণের

Date:

Share post:

সিপিএমের (CPIM) আমলে উত্তরপাড়া কলেজে কারা চাকরি পেয়েছেন? তালিকা ধরে জানিয়ে দিলেন তৃণমূল (TMC) সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee)। তবে, তাঁর ব্যক্তিগত মত, নেতাদের কোনও ইনস্টিটিউশনেই অস্থায়ী চাকরি করা উচিত নয়। যদি দিতেই হয় তৃণমূলের অন্য কর্মী আছে তাঁদের দেওয়া হোক।

কল্যাণের কথায়, উত্তরপাড়া কলেজে অস্থায়ী চাকরি নিয়ে যাঁরা বলছেন, তাঁদের মনে রাখা উচিৎ সিপিএমের আমলে কারা চাকরি পেয়েছেন! নাম ধরে ধরে তৃণমূল সাংসদ জানিয়ে দেন সিপিএমের বাম আমলে কারা চাকরি পেয়েছিলেন এবং তাঁরা স্থায়ী চাকরি করছেন। সিপিএম জামানায় সব সিপিএমের নেতাদের চাকরিতে ঢুকিয়ে দিয়ে গিয়েছে।

সাংসদ বলেন, এঁরা তো সব ৩০ সাল পর্যন্ত চাকরি করবেন। তাহলে আমাদের লোক ঢুকবে কোথায়! বিজেপি তখন জন্ম হয়নি, যখন সিপিএম সব খেয়ে দিয়ে চলে গিয়েছে।

এর পরেই বিজেপির বিরুদ্ধে সুর চড়িয়ে কল্যাণ (Kalyan Banerjee) বলেন, “সব থেকে বেশি রেপ কোথায় হচ্ছে? উত্তরপ্রদেশ আর দিল্লিতে। প্রতিদিন তিন-চারটে করে রেপের ঘটনা হয়। উত্তরপ্রদেশে রেপ করে জেলে গেল দশদিনের মধ্যেই বেল পেয়ে গেল।“

বামদের যুবনেত্রী দীপ্সিতাকে তীব্র কটাক্ষ করে কল্যাণ বলেন, “আমি শুনলাম দীপ্সিতা ধর নাকি আমার বিরুদ্ধে নানা রকম কথা বলছে। সে বলুন। রামনাথ বাজেয়াপ্ত হয়েছে আপনার। গায়ে জ্বালাতো হবেই। ম্যাডাম কানাইপুরে যে মেয়েটি ধর্ষিতা হয়ে খুন হল তখন তো এলেন না।“ তীব্র আক্রমণ করে তিনি বলেন, “বাম-কংগ্রেস তো নেই। এসব ধর্ষণকারীদের বংশধররা এখনো রয়েছে।“

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাজ্য আসছেন। সেই প্রসঙ্গে কল্যাণ বলেন, “ভারতে যিনি প্রধানমন্ত্রী আছেন এরকম ব্যর্থ প্রধানমন্ত্রী আর নেই। শুধু হ্যান করেঙ্গা তেন করেঙ্গা আগের বেলা অষ্টরম্ভা।“

spot_img

Related articles

অভিষেকের উদ্যোগ! এসপ্ল্যানেড রো ওয়েস্টের নতুন নাম হল ‘জাস্টিস রাধাবিনোদ পাল সরণি’ 

মধ্য কলকাতার এসপ্ল্যানেড রো ওয়েস্টের নামকরণ করা হল ‘জাস্টিস রাধাবিনোদ পাল সরণি’। উদ্যোগী ছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ...

বারবার ৩ বার, ফের প্রধানমন্ত্রীর সভায় ব্রাত্য দিলীপ!

ফের একবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) সভায় আমন্ত্রণ জানানো হল না বিজেপির প্রাক্তন রাজ্য় সভাপতি দিলীপ ঘোষকে...

ব্যস্ত দিনে শহরে বিশৃঙ্খলার চেষ্টা, গ্রেফতার ISF বিধায়ক ও সমর্থকরা

কেন্দ্রের জনবিরোধী নীতির বিরোধিতায় লাগাতার বিরোধী দলগুলি সংঘবদ্ধ হয়ে লড়াই চালিয়ে যাচ্ছে সংসদে। অধিবেশন চলাকালীন যেমন সংবিধান সংশোধনী...

সেমিফাইনালের প্রথমার্ধে ইস্টবেঙ্গলকে রুখে দিল DHFC

যুবভারতীতে ডুরান্ড সেমিফাইনালে (Durand Cup Semi final) খেলতে নেমে প্রথম ৪৭ মিনিটে লাল হলুদ মশালকে নিষ্প্রভ করে দিল...