অতিরিক্ত অপুষ্টিতে ভোগা শিশুদের (Undernourished child) জন্য রাজ্য সরকার সাত জেলায় পুষ্টিকর খাবারের বিশেষ প্যাকেট বিতরণের সিদ্ধান্ত নিয়েছে। খাদ্য ও সরবরাহ দফতরের তরফে ইতিমধ্যেই টেন্ডার ডেকে বেসরকারি সংস্থা নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে। দায়িত্বপ্রাপ্ত সংস্থা ওই শিশুদের জন্য নির্ধারিত পুষ্টি মান মেনে খাদ্য প্রস্তুত করবে এবং তা নির্ধারিত কেন্দ্রে পৌঁছে দেবে। এই প্রকল্পে প্রথম পর্যায়ে সাতটি জেলাকে অন্তর্ভুক্ত করা হয়েছে। সেগুলি হল— বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা ও উত্তর ২৪ পরগনা। জানা গেছে, আদিবাসী ও গ্রামীণ এলাকার শিশুদের মধ্যেই এই ধরনের তীব্র অপুষ্টি দেখা যাচ্ছে বেশি।
খাদ্য দফতর সূত্রে জানা গেছে, পুষ্টি প্যাকেটে থাকবে এমন খাদ্য যা একটি শিশুর দৈনিক ক্যালোরি ও প্রোটিনের চাহিদা মেটাতে সক্ষম। প্যাকেট তৈরির প্রতিটি ধাপে মানা হবে স্বাস্থ্যবিধি ও খাদ্য নিরাপত্তার নির্দেশিকা। শিশুদের হাতে নির্দিষ্ট সময়ের মধ্যে প্যাকেট পৌঁছে দেওয়াই সরকারের মূল লক্ষ্য।এই প্রকল্প রাজ্য ও কেন্দ্রের বিভিন্ন পুষ্টি ও শিশু স্বাস্থ্য সংক্রান্ত উদ্যোগের পরিপূরক হিসেবে কাজ করবে বলে জানানো হয়েছে। প্রশাসন সূত্রের খবর, শুধুমাত্র খাদ্য দান নয়, তৃণমূলস্তরে অপুষ্টির বিরুদ্ধে সচেতনতা গড়ে তোলার দিকেও বিশেষ গুরুত্ব দিচ্ছে রাজ্য সরকার। খাদ্য দফতরের মতে, এই প্রকল্পে সঠিক সরবরাহ, স্বচ্ছতা ও সময়ানুবর্তিতা নিশ্চিত করতে বিশেষ নজরদারি থাকবে। অপুষ্ট শিশুদের (Undernourished child) সুস্থভাবে বড় হয়ে ওঠার পথ সুগম করতেই এই পরিকল্পনা, যা রাজ্যে শিশু মৃত্যুহার কমাতে কার্যকর নিতে পারবে বলেই আশা করা হচ্ছে। আরও পড়ুন : ঝাড়খণ্ডে বে-আইনি কয়লাখনিতে ধস: মৃত ৪, আটকে বহু
–
–
–
–
–
–
–
–
–
–
–
–
–