বল হাতে দ্বিতীয় দিন দুরন্ত ফর্মে সিরাজ (Mohammed Siraj) ও আকাশদীপ (Akashdeep)। ইংল্যান্ডের বিরুদ্ধে এবার বড় লিডের লক্ষ্যে ভারতীয় দল। দ্বিতীয় দিনের শেষে ভারতের রান ১ উইকেটে ৬৪ এবং লিড ২৪৪ রানের। বল হাতে প্রথম ম্যাচে না পারলেও দ্বিতীয় ম্যাচে দুরন্ত ফর্মে মহম্মদ সিরাজ (Mohammed Siraj)। একাই তুলে নিয়েছেন ৬ উইকেট। ৪ উইকেট শিকার বাংলার আকাশদীপের।
প্রথম দিনই এক উইকেট তুলে নিয়েছিলেন মহম্মদ সিরাজ (Mohammed Siraj)। দ্বিতীয় দিনের শুরু থেকেই বিধ্বংসী মেজাজে ছিলেন তিনি। রুট এবং বেন স্টোকসকে লাঞ্চের আগেইঅ সাজঘরে ফিরিয়ে দিয়েছিলেন তিনি। সেইসঙ্গে বেন ডাটেক, অলি পোপদের মতো তারকা ব্যাটারদের সাজঘরে ফিরিয়ে ছিলেন আকাশদীপ। তবে শেষপর্যন্ত ক্রিজে ছিলেন স্মিথ। তাঁর ১৮৪ রানের ইনিংসে ভর করেই ইংল্যান্ড থামে ৪০৭ রানে।
১৮০ রানের লিড নিয়েই দ্বিতীয় ইনিংস শুরু করে ভারত। কিন্তু এই ইনিংসেও বড় রান করতে ব্যর্থ যশস্বী জয়সওয়াল। ২৮ রানে সাজঘরে ফেরেন তিনি। দিনের শেষে ক্রিজে রয়েছেন কেএল রাহুল এবং করুন নায়ার।
–
–
–
–
–
–
–
–
–
–
–
–