Wednesday, August 13, 2025

বাংলার বাসিন্দাদের শুধুমাত্র বাংলা বলার জন্য বিজেপি শাসিত রাজ্যগুলি থেকে সোজা সীমান্ত পার করে বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার জল এবার গড়িয়েছে আদালত পর্যন্ত। এবার তাই নতুন উপায়ে বাংলার বাসিন্দাদের ভারতছাড়া করার পথে বিজেপি রাজ্যগুলি। শুধুমাত্র অসমে (Assam) যাওয়া এবং সেখানে দেশের বাসিন্দা হিসাবে বৈধ নথি না দেখাতে পারার কারণে নাগরিকত্ব (citizenship) কেড়ে নেওয়ার নোটিশ পাঠালো অসম প্রশাসন। কোন নথি দিয়ে এবার নিজের ভারতীয়ত্ব প্রমাণ করবেন, সেই সমস্যায় দিশাহারা হয়ে এবার প্রশাসনের দ্বারস্থ দিনহাটার (Dinhata) উত্তম কুমার ব্রজবাসী।

কোচবিহার জেলার দিনহাটার বাসিন্দা উত্তম কুমার ব্রজবাসীর নামে জানুয়ারি মাসে অসম প্রশাসন একটি নোটিশ জারি করে। তাকে ভারতীয় নাগরিকত্ব (citizenship) প্রমাণের নথিসহ অসমের ফরেনার্স ট্রাইবুনাল কোর্টের (Foreigners Tribunal Court) দ্বারস্থ হতে নির্দেশ দেওয়া হয়। এই আদালতেই অসমের নাগরিকত্বের বিচার হয়। নাগরিক প্রমাণে ব্যর্থ হলে ধরিয়ে দেওয়া হয় এনআরসি নোটিশ।

উত্তম ব্রজবাসীর ক্ষেত্রে অসম প্রশাসনের অভিযোগ, বিনা নথিতে তিনি অসম গিয়েছিলেন। সেই তথ্য অনুযায়ী ১৯৪৬ সালের ফরেনার্স অ্যাক্টে তাঁর বিরুদ্ধে মামলা করে অসম প্রশাসন। তাঁকে ১৫ জুলাই ফরেনার্স ট্রাইবুনাল কোর্টে (Foreigners Tribunal Court) হাজিরার নির্দেশ দেওয়া হয়েছিল। সেই দিন এগিয়ে আসতেই এবার বিপাকে উত্তম।

আরও পড়ুন: ভোটার তালিকা সংশোধনীতে কমিশনের চক্রান্ত: সুপ্রিম কোর্টে সাংসদ মহুয়া

দিনহাটার এই বাসিন্দা শুধুমাত্র ভারতীয় ও জন্মসূত্রেই দিনহাটার বাসিন্দা নন। তাঁর বাবা নরেন্দ্রনাথ ব্রজবাসীর জন্মও কোচবিহারের দিনহাটাতেই (Dinahata)। কিন্তু বাড়িতে আগুন লেগে যাওয়ায় তাঁর পুরোনো নথি পুড়ে গিয়েছে। কিন্তু গত দুবারের নির্বাচনী ভোটার তালিকায় তাঁর বাবা ও তাঁর নিজের নাম রয়েছে। সেক্ষেত্রে এবার কীভাবে নিজের নাগরিকত্ব প্রমাণ করবেন, তা নিয়ে বিপাকে উত্তম। সেই সঙ্গে বাংলার বাসিন্দাদের নানা অজুহাতে কীভাবে নাগরিকত্ব রক্ষায় পদক্ষেপ নেওয়া যাবে, তা নিয়ে চিন্তায় রাজ্য প্রশাসন।

Related articles

দীর্ঘ অসুস্থতার পরে চলে গেলেন বর্ষীয়ান অভিনেত্রী বাসন্তী, শোকস্তব্ধ টলিপাড়া

দীর্ঘ অসুস্থতার পরে চলে গেলেন বর্ষীয়ান অভিনেত্রী বাসন্তী চট্টোপাধ্যায় (Basanti Chatterjee)। মঙ্গলবার সকাল ১০টায় মৃত্যু হয় তাঁর। বয়স...

ডুরান্ড কোয়ার্টার ফাইনালেই মুখোমুখি ইস্টবেঙ্গল-মোহনবাগান

প্রথমে শোনা গেলেও শেষপর্যন্ত ডুরান্ড (Durand Cup) কোয়ার্টার ফাইনালেই কলকাতা ডার্বি (Derby)। প্রথমে শোনা গিয়েছিল যে কোয়ার্টার ফাইনালে...

বিজেপি নেতা মিঠুনের সম্মেলনে বাজল “মুঝকো পিনা হ্যায়”, তীব্র কটাক্ষ তৃণমূলের 

এটাই বিজেপির সংস্কৃতি! কোনভাবেই বাঙালির কৃষ্টি ও ঐতিহ্যের সঙ্গে মেলেনা। আর সেই তালেই নাচছেন বিজেপি নেতা অভিনেতা মিঠুন...

গাজায় সাংবাদিক হত্যার নিন্দা: ইজরায়েলের রোষের মুখে প্রিয়াঙ্কা

ইজরায়েলে অনৈতিক সাংবাদিক হত্যা। গাজায় সাংবাদিকদের ক্যাম্পে হামলা ইজরেলীয় বাহিনীর। মৃত্যু আল জাজিরার সাংবাদিক আনাস আল শরিফের। ঘটনায়...
Exit mobile version