Wednesday, November 5, 2025

ইংল্যান্ডের বিরুদ্ধে বিধ্বংসী মেজাজে শুভমন গিল (Shubman Gill)। দ্বিতীয় টেস্টে প্রথম ইনিংসে দ্বিশতরান এবং দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি। শুভমন গিল (Shubman Gill) এই মুহূর্তে ইংল্যান্ডের মাটিতে একাধিক রেকর্ড ভাঙার পথে রয়েছেন। সেই গিলকেই এবার বিরাট সার্টিফিকেট দিলেন প্রাক্তন ব্রিটিশ ক্রিকেটার জনাথন ট্রট (Jonathan Trott)। তাঁর মতে বিরাট কোহলির পরিপূরক শুভমন গিল। শুধুমাত্র তাই নয় প্রথম টেস্টেও সেঞ্চুরি করেছিলেন শুভমন গিল।

বিরাট কোহলি (Virat Kohli) টেস্ট থেকে অবসর নিয়েছিলেন আইপিএল চলাকালীনই। তার জায়গা টেস্ট দলে কে সামলাবে তা নিয়েই চলছিল জোর জল্পনা। অন্তত প্রথম দুটো টেস্টেই সেই জবাবটা দিয়ে দিয়েছেন শুভমন গিল (Shubman Gill)। দ্বিতীয় টেস্টে তো তিনি একাই কার্যত শেষ করে দিয়েছিলেন ইংল্যান্ডের বোলিং লাইনআপকে। তাঁর মধ্যে এবার বিরাট কোহলিকেই দেখতে পাচ্ছেন জনাথন ট্রট।

এই প্রসঙ্গে জনাথন ট্রট জানিয়েছেন, “এদিন দেখিয়ে দিয়েছেন কতটা কমপ্যাক্ট ব্যাটার তিনি। তিনি যেন আমাকে এর আগের ভারতীয় দলের চার নম্বর ব্যাটারকে মনে করাচ্ছেন। কতটা অসাধারণ ক্রিকেটার ছিলেন তিনি। মনে হয় না কোনও সিরিজের একেবারে প্রথম দুটো টেস্টে এর থেকে ভালো শুরু কিছু একটা হতে পারে। তিনি হেডিংলিতেও জিততে চেয়েছিলেন কিন্তু সেটা হয়নি। তবে এখানে বোধহয় সেটা করেই ফেলবেন”।

দুটো টেস্টেই প্রায় ৬০০ রানের কাছে পৌঁছে গিয়েছেন শুভমন গিল। তাঁর সামনেই ভারতীয় হিসাবে রয়েছেন রাহুল দ্রাবিড় এবং সুনীল গাভাসকর। শুভমন গিল যে গতিতে এগিয়ে চলেছেন তাতে তাদের পিছনে ফেলে দিলে খুব একটা যে হতবাক হওয়ার মতো কিছুই থাকবে না তা বলার অপেক্ষা রাখে না।

Related articles

দিনে দুপুরে স্কুলছাত্রীকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ! অসমে বাড়ছে ক্ষোভ

পথে-ঘাটে বেরোনো বিজেপি শাসিত অসমে কতটা বিপজ্জনক মেয়েদের জন্য, ফের একবার প্রমাণিত হল। রোজকার স্কুলের রুটেও নিরাপদ নয়...

মেয়ের কৃতিত্বে চোখে জল মায়ের, পছন্দের পদেই বিশ্বজয়ীকে বরণের পরিকল্পনা

রিচা ঘোষের( Richa Ghosh) সাফল্যে উচ্ছ্বাসে ভাসছে গোটা শিলিগুড়ি।  বিশ্বজয়ীর মেয়েতে বরণ করে নেওয়ার অপেক্ষায় গেটওয়ে অফ পাহাড়।...

এআইএফএফ-ফিফা অ্যাকাডেমিতে বাংলার রাজ, অভিনন্দন ক্রীড়ামন্ত্রীর

ভূমিপুত্রদের তুলে আনার লক্ষ্য নিয়েই ক্ষমতায় আসার পর বেঙ্গল ফুটবল অ্যাকাডেমি(Bengal Football Academy) তৈরি করে তৃণমূল সরকার। তৃণমূল...

হরিয়ানায় ভোটচুরি, ব্রাজিলীয় মডেলের ছবিতে ২২টি কার্ড! বিজেপির বিরুদ্ধে মারাত্মক অভিযোগ রাহুলের

SIR-এর নামে ভোটার তালিকা থেকে বিরোধীদের নাম বাদ আর নিজেদের লোকেদের নাম ঢোকানোর ষড়যন্ত্র করছে বিজেপি (BJP)। নিজেদের...
Exit mobile version