একাধিকবার নির্বাচন কমিশনের বিরুদ্ধে সরব হয়েছে বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস। মুখ্য নির্বাচনী আধিকারিকের (CEO) সঙ্গে দেখা করেও দাবির বিষয় গুলি জানানো হয়েছিল। তা সত্ত্বেও বিহার নির্বাচনের আগে নিজেদের উদ্দেশ্যমূলক নির্দেশিকা থেকে এতটুকু সরে আসেনি নির্বাচন কমিশন (Election Commission)। এবার সেই কমিশনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের (Supreme Court) দ্বারস্থ তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র (Mahua Moitra)।
চলতি বছরেই বিধানসভা বিহারে (Bihar Assembly Election)। বিহারের পাশাপাশি বাংলায় আগামী বছরে বিধানসভা ভোট। তার আগে কমিশনের তালিকা সংশোধনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে স্থগিতাদেশের দাবি জানিয়ে আবেদন করেন মহুয়া মৈত্র। এর আগে জাতীয় নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করে এই (এসআইআর) (SIR) নিয়ে তীব্র বিরোধিতা করে অভিযোগ জানান তৃণমূলের প্রতিনিধিদল।
নির্বাচন কমিশন ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের নির্দেশিকা জারি করে। কমিশন জানিয়েছে, যাদের ভোটার তালিকায় নাম আছে তাদের নাগরিকত্বের প্রমাণ দিতে হবে। এক্ষেত্রে আধার এবং রেশন কার্ড গৃহীত হবে না। বয়সের শংসাপত্র এবং বোর্ডের পরিচয়পত্রকে অগ্রাধিকার দেবে কমিশন। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় কমিশনের কারসাজি হাতেনাতে ধরে ফেলেছেন। বিজেপির ঘুরপথে এনআরসি আনার অভিসন্ধি নিয়ে সোচ্চার হয়েছে তৃণমূল কংগ্রেস। বাকি রাজনৈতিক দলগুলিও এই নিয়ে কমিশনের বিরোধিতা করেছে।
আরও পড়ুন: ১০ জানালা ৪ দরজা রঙ করতে আড়াই লাখ! মধ্যপ্রদেশে শিক্ষা-দুর্নীতি ফাঁস
তৃণমূল কংগ্রেসের লোকসভা সাংসদ মহুয়া মৈত্র (Mahua Moitra) এক্স হ্যান্ডেলে কমিশনের নির্দেশিকার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা করেছেন বলে জানিয়েছেন। এসআইআরের (SIR) বিরুদ্ধে রিট পিটিশন দাখিল করেছেন। তিনি বলেন, বাংলা-সহ বাকি রাজ্যগুলিতে কমিশন যাতে এই পদক্ষেপ না নিতে পারে তার জন্য স্থগিতাদেশ চেয়েছেন তিনি। তাঁর দাবি, যাঁরা অতীতে ভোট দিয়েছেন তাঁদের পুনরায় যোগ্যতা প্রমাণ করতে বলা হয়েছে। তাঁদের বাবা-মায়ের জন্ম শংসাপত্র দিতে বলা হয়েছে। কমিশনের এই পদক্ষেপে বহু যোগ্য ভোটারের নাম তালিকা থেকে বাদ পড়বে তাই এই মামলা বলে জানান তিনি।
–
–
–
–
–
–
–
–
–