আর কিছুক্ষণ তার পরেই ঝমঝমিয়ে নামবে বৃষ্টি- এমনই পূর্বাভাস আবহাওয়া দফতরের (Weather)। মৌসুম ভবনও জানাচ্ছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ডের উপরে নিম্নচাপের সম্ভাবনা রয়েছে, সঙ্গে বর্ষা। ফলে আগামী কয়েকদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের (Rain) সম্ভাবনা রয়েছে।

আলিপুর হাওয়া অফিস (Alipure Meteorological Centre) জানাচ্ছে, দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার থেকে শুরু করে টানা কয়েক দিন দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টি হবে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই ২৪ পরগনা, মুর্শিদাবাদ এবং বীরভূম জেলায়। রবি ও সোমবার অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে হুগলি, নদিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়ায়। বৃষ্টির পাশাপাশি ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলেও সতর্ক করেছে আবহাওয়া (Weather) দফতর।

IMD-এর তথ্য অনুযায়ী, আগামী ২–৩ দিন রাজ্যের কোথায় কত বৃষ্টির পূর্বাভাস?
* পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর: ৭–২০ সেমি বৃষ্টিপাতের সম্ভাবনা
* পশ্চিম বর্ধমান, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা ও বাঁকুড়া: ৭–১১ সেমি বৃষ্টি হতে পারে
* উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে ১০ জুলাই পর্যন্ত ভারী বৃষ্টি হতে পারে। আরও পড়ুন : আজ মহরম, সুষ্ঠুভাবে পালনে সতর্ক পুলিশ-প্রশাসন

–


–


–
–

–
–
–

–

–

–

–

–