ভরা বর্ষায় মরশুমে সংস্কৃতিমনস্কদের নাট্য প্রেমের কথা মাথায় রেখে নৈহাটি ঐকতান মঞ্চে আয়োজিত হল ‘সরস্বতী নাট্য বন্দনা ২০২৫’। আয়োজক কলকাতার নেতাজী নগর সরস্বতী নাট্যশালা, আর্থিক সহায়তায় পশ্চিমবঙ্গ নাট্য আকাদেমি। গত ২৬ থেকে ২৯ জুন এই থিয়েটার উৎসবের আয়োজন করা হয়েছিল। গত ২৬ জুন, বৃহস্পতিবার প্রদীপ প্রজ্জ্বলনের মধ্যে দিয়ে এই উৎসবের সূচনা করেন , বিশিষ্ট অভিনেতা ও সাংসদ পার্থ ভৌমিক। উপস্থিত ছিলেন উত্তর চব্বিশ পরগনার ভারপ্রাপ্ত জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক পল্লব পাল, ইউনিটি মালঞ্চ নাট্যদলের নির্দেশক অভিনেতা দেবাশিস সরকার , দলের নির্দেশক জয়েশ ল এবং সম্পাদক জয়িতা লাহা।
এই নাট্য বন্দনার অনুষ্ঠান মঞ্চে সরস্বতী নাট্যশালার নিজস্ব দুটি প্রযোজনা ‘নষ্ট তারার গল্প’ ও ‘মনোপ্যাথ’ উপস্থাপিত হয়। এছাড়াও কলকাতার ঐহিক সৃষ্টি সুখের উল্লাসি, উত্তর দিনাজপুরের রায়গঞ্জ ইনস্টিটিউট, মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থিয়েটার গ্রুপ,হুগলীর চন্ডীতলা প্রম্পটার , হরিপাল আশ্রমিক, আলিপুরদুয়ারের সংঘশ্রী যুব নাট্যসংস্থা , দক্ষিণ চব্বিশ পরগনার এষনা জয়নগর এবং উত্তর চব্বিশ পরগনার নৈহাটি ব্রাত্যজন , নৈহাটি সেমন্তী সহ হালিশহর ইউনিটি মালঞ্চ নাট্যদলের পরিবেশনার সাক্ষী থাকেন দর্শকরা। প্রতিদিন নাটক দেখার ভিড় ছিল চোখে পড়ার মতো। দলের মুখ্য জনসংযোগ আধিকারিক সৌরজিৎ বসু জানান , নৈহাটির মানুষ যেভাবে এগিয়ে এসে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন , দর্শক আসন ভরিয়ে তুললেন, তা আমাদের বড় প্রাপ্তি।
–
–
–
–
–
–
–
–
–
–
–
–
–
–
–