Wednesday, November 12, 2025

আইপিএস স্তরে বড়সড় রদবদল, গোয়েন্দা বিভাগের ডিজি হলেন সিদ্ধিনাথ গুপ্তা 

Date:

রাজ্য প্রশাসনে ফের আইপিএস স্তরে গুরুত্বপূর্ণ রদবদল করল পশ্চিমবঙ্গ সরকার। রবিবার রাজ্য স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দফতরের তরফে জারি করা বিজ্ঞপ্তিতে তিনজন শীর্ষ আইপিএস অফিসারকে নতুন দায়িত্বে নিযুক্ত করা হয়েছে। সরকারি নির্দেশিকায় জানানো হয়েছে, এই রদবদলগুলি জনস্বার্থে করা হয়েছে এবং তা অবিলম্বে কার্যকর হবে।

নতুন নিযুক্তদের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য পরিবর্তন হিসেবে পশ্চিমবঙ্গের অপরাধ দমন শাখার ডিজিপি সিদ্ধিনাথ গুপ্তাকে রাজ্য গোয়েন্দা বিভাগের ডিজি ও আইজিপি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। অভিজ্ঞ এই অফিসারকে গোয়েন্দা শাখার নেতৃত্বে বসানো প্রশাসনিক দিক থেকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন পর্যবেক্ষকরা।

একই সঙ্গে, এতদিন গোয়েন্দা বিভাগের এডিজি ও আইজিপি পদে কর্মরত জ্ঞানবন্ত সিং-কে পাঠানো হয়েছে ট্রাফিক ও পথ নিরাপত্তা বিভাগের এডিজি ও আইজিপি পদে। অপরদিকে, ডঃ রাজেশ কুমার সিং, যিনি এতদিন ট্রাফিক ও পথ নিরাপত্তা বিভাগের দায়িত্বে ছিলেন, তাঁকে রাজ্য নীতি সংক্রান্ত বিভাগের এডিজি ও আইজিপি হিসেবে নিযুক্ত করা হয়েছে।

সূত্রের খবর, এই রদবদলের তথ্য ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারের বিভিন্ন বিভাগ এবং সংশ্লিষ্ট আধিকারিকদের কাছে পাঠানো হয়েছে। প্রশাসনিক মহলে এই রদবদলকে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে, কারণ এটি রাজ্যের আইন-শৃঙ্খলা এবং গোয়েন্দা নজরদারির ক্ষেত্রে নতুন গতি আনবে বলে আশা করা হচ্ছে।

আরও পড়ুন – নৈহাটি ঐকতান মঞ্চে সরস্বতী নাট্যবন্দনা ২০২৫,আর্থিক সহায়তায় পশ্চিমবঙ্গ নাট্য আকাদেমি 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

আবারও আন্তর্জাতিক মঞ্চে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, চিনে ‘ব্রিকস স্কিলস কম্পিটিশন’-এ ভারতের প্রতিনিধিত্ব করবে ছাত্রছাত্রীরা

ফের ইতিহাস গড়ল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি (এসএনইউ)। গত বছরের পর আবারও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নির্বাচিত হয়েছে চিনে অনুষ্ঠিত...

বিজেপিকে সুবিধা করে দিতেই BLA নিয়োগে নয়া নির্দেশিকা ! কমিশনকে তোপ তৃণমূলের

জাতীয় নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে উত্তাল রাজনৈতিক মহল। বুথ লেভেল এজেন্ট (BLA) নিয়োগের নিয়ম পরিবর্তন করে এক...

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...
Exit mobile version