Saturday, August 23, 2025

SSC নতুন নিয়োগ প্রক্রিয়া নিয়ে সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ, ডিভিশন বেঞ্চে চাকরিহারারা

Date:

স্কুল সার্ভিস কমিশনের (SSC) সাম্প্রতিক নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে ফের আইনি জটিলতা। মঙ্গলবার কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) বিচারপতি সৌমেন সেনের (Soumen Sen) ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করে চাকরিহারা মামলাকারীদের আইনজীবী ফিরদৌস শামীম জানান, এর আগে চারটি বিষয় নিয়ে বিচারপতি সৌগত ভট্টাচার্যের একক বেঞ্চে আবেদন করা হয়েছিল। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে একমাত্র ‘অযোগ্য প্রার্থীরা পরীক্ষায় বসতে পারবে না’—এই দাবিটিতে সাড়া দিয়েছিল বিচারপতি ভট্টাচার্যের একক বেঞ্চ।তবে বাকি তিনটি গুরুত্বপূর্ণ দাবির বিষয়ে কর্ণপাত করেনি আদালত। এবার ওই তিনটি দাবির উপর এবার সিদ্ধান্ত চেয়ে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ আবেদনকারীরা।

মঙ্গলবার ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করে আইনজীবী ফিরদৌস শামীম জানান, নতুন রুল সংযুক্ত করে যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, তা বাতিল ঘোষণা করুক আদালত। একইসঙ্গে, বিজ্ঞপ্তিতে বয়সের তারতম্য সংক্রান্ত যে শর্ত জুড়ে দেওয়া হয়েছে এবং নম্বরের বিন্যাস সংক্রান্ত যে উল্লেখ রয়েছে তা খারিজের আবেদন নিয়েই ডিভিশন বেঞ্চে মামলা করা হয়েছে। আবেদনকারীদের আর্জি মেনে বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ এই মামলা গ্রহণ করেছে বলে জানা গেছে। বুধবার শুনানির সম্ভাবনা।

প্রসঙ্গত সোমবারই স্কুল সার্ভিস কমিশনের ২০১৬-র নয়া বিজ্ঞপ্তি সংশোধনের নির্দেশ দিয়েছিল কলকাতা হাই কোর্টের সিঙ্গেল বেঞ্চ। ‘চিহ্নিত অযোগ্য’রা SSC-র নয়া নিয়োগ পরীক্ষায় বসতে পারবেন না। সুপ্রিম নির্দেশে এসএসসি-র জারি করা বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে দায়ের করা মামলায় এমনই নির্দেশ দিয়েছিলেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। কমিশনকে নয়া বিজ্ঞপ্তিতে বদল করার কথাও বলা হয়। শুধু তাই নয়, ‘চিহ্নিত অযোগ্য’দের কেউ ইতিমধ্যে আবেদন করলে তা অবিলম্বে বাতিল করারও নির্দেশ দেয় উচ্চ আদালত।এবার সিঙ্গল বেঞ্চের এই নির্দেশের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বাকি দাবিগুলি নিয়ে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ আবেদনকারীরা।

 

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...
Exit mobile version