Thursday, August 21, 2025

জ্যোতি-বিভক্ত বিজেপি: তথাগতর ‘শয়তান’, শমীকের শ্রদ্ধা

Date:

Share post:

প্রাক্তন প্রয়াত মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর জন্মদিন ঘিরে বিজেপির অন্দরে বিভাজন স্পষ্ট। প্রয়াত মুখ্যমন্ত্রীকে শ্রদ্ধা জানান জানান বিজেপির (BJP) নবনির্বাচিত রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য (Shamik Bhattacharjee)। আর কোনও সৌজন্য না দেখিয়ে এইদিনে তাঁকে কুৎসিত ভাষায় আক্রমণ করলেন বিজেপির নেতা তথাগত রায় (Tathagata Ray)।

সিপিআইএমের নেতা তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী প্রয়াত সুভাষ চক্রবর্তীই (Syamal Chakraborty) প্রথম তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর (Jyoti Basu) জন্মদিন পালন শুরু করেন। সাধারণত কমিউনিস্ট পার্টিতে এভাবে জন্মদিন পালনের রীতি নেই। কিন্তু বরাবরই প্রথাভাঙা সুভাষ স্ত্রী রমলা চক্রবর্তী “পথের পাঁচালী’ সংস্থার মাধ্যমে জ্যোতি বসুর জন্মদিন পালন করতেন। প্রাক্তন মুখ্যমন্ত্রী ও সুভাষ চক্রবর্তীর প্রয়াণের পরেও সেই রীতি বজায় রেখেছে CPIM। ক্ষমতা থেকে সরে গেলেও নিজেদের পরিসরে জ্যোতিবাবুর জন্মদিন পালন করেন সিপিএম নেতৃত্ব। রাজনৈতিক সৌজন্য বরাবরই বজায় রাখেন বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। প্রয়াত জ্যোতি বসুর জন্মদিনে সোশ্যাল মিডিয়ায় শ্রদ্ধা জানান তিনি।

বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য প্রকাশ্যেই তাঁর রাজনীতির উল্টো মেরুর প্রয়াত কমিউনিস্ট নেতার রীতিমতো স্তুতি করেন। বিজেপির অনুষ্ঠানেই তিনি বলেন, জ্যোতি বসু পশ্চিমবঙ্গ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। তাঁর বাংলাকে বাঁচাতে একজোট হতে হবে। এতদিন পশ্চিমবঙ্গকে শুধুমাত্র ‘ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বাংলা’ বলত বিজেপি। এবার বঙ্গ বিজেপির সভাপতি একে ‘জ্যোতি বসু’র বাংলা বলে উল্লেখ করলেন।

ঠিক তার বিপরীত অবস্থান প্রবীণ বিজেপি নেতা তথাগত রায়ের। শ্রদ্ধা জানানো তো দূর, জ্যোতি বসুর জন্মদিনে তাঁকে ‘শয়তান’ বলে আক্রমণ করেন তিনি। নিজের এক্স হ্যান্ডেলে প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী সম্পর্কে বিষোদ্গার করেছেন এই প্রবীণ বিজেপি নেতা। তিনি লেখেন, “এক মূর্তিমান শয়তান জ্যোতি বসুর জন্মের ১১১ বৎসর পূর্ণ হল আজ। বাঙালি হিন্দু জনগোষ্ঠীতে জন্মে এই জনগোষ্ঠীকেই সর্বনাশ ও বিলুপ্তির পথে এগিয়ে নিয়ে যাবার কাজে এই লোকটি অদ্বিতীয়।

এর কীর্তির একটি অতি-সংক্ষিপ্ত তালিকা। এটি হিমশৈলের চূড়া মাত্র।

• শিল্পবাণিজ্যে ভারতে সবচেয়ে অগ্রসর রাজ্যটিকে শিল্পের শ্মশানে পরিণত করা – তারপর সেই শিল্পের সন্ধানেই বছর বছর পুঁজিবাদী দুনিয়ায় গিয়ে ফুর্তি করা।

• পূর্ববাংলা থেকে ইসলামী নির্যাতনে বিতাড়িত হিন্দু উদ্বাস্তুদের পুনর্বাসনে বাধা সৃষ্টি করা, তারপর আবার মরিচঝাঁপিতে সেই উদ্বাস্তুদেরই গণহত্যা করা।

• পুলিশ ও প্রশাসনের রাজনীতিকরণে সারা ভারতে পথপ্রদর্শক। এরই প্ররোচনায় পশ্চিমবঙ্গে পুলিশের আনুগত্য সংবিধান থেকে সরে পার্টির উপর ন্যস্ত।

• সাধারণ ঘরের ছেলেদের ইংরেজি শেখার পথ রুদ্ধ করে দেওয়া, কিন্তু নিজের নাতনীদের কলকাতার উচ্চতম কোটির ইংরেজি মাধ্যমের স্কুলে পড়ানো।

• পশ্চিমবঙ্গে কম্পিউটার আসতে না দিয়ে রাজ্যের উন্নতির মুলে কুঠারাঘাত।

• সীমান্ত পার করে বাংলাদেশী মুসলমান অনুপ্রবেশকারী ঢুকিয়ে বাঙালি হিন্দুর সর্বনাশ করা।

• নিজের বহু-বহুকালের সহকর্মীদের – যেমন বিনয় চৌধুরী, যতীন চক্রবর্তী, ইত্যাদি – অম্লানবদনে ডুবিয়ে দেওয়া এবং নিজের ছেলেকে বহু-কোটিপতি বানিয়ে দেওয়া।

• যে জনগোষ্ঠী অতীতের শিক্ষাদীক্ষা ও গৌরবের উপর ভর করে ভারতে অগ্রণী হতে পারত তাদেরকে একটি নিষ্কর্মা, ঝগড়ুটে, খেঁকুরে, ধর্মঘটী, মিটিং-মিছিলবাজ গোষ্ঠীতে পরিণত করা।

আর কত বলব? নরকে পচুন। অথবা রাজাবাজারের বস্তির ভিতরে পুনর্জন্ম নিন।”

জ্যোতি বসুকে আক্রমণ করতে গিয়ে তথাগত কলকাতার এক নির্দিষ্ট এলাকার মানুষকেও অপমান করেছেন। রাজ্য সভাপতি যখন একজনের স্তুতি করছেন, তখন সেটা উড়িয়ে সেই ব্যক্তি সম্পর্কে কটুক্তি বিজেপির বিভাজনকেই স্পষ্ট করে। বাংলায় বর্তমানে প্রবল শক্তিশালী তৃণমূলের প্রতিপক্ষ হিসেবে নিজেদের দেখাতে চায় বিজেপি। অথচ তাদের নিজের দলের অন্দরের কোন্দল থামছে না। আগামী বিধানসভা নির্বাচনে দল একজোট হয়ে লড়বে কী করে? প্রশ্ন রাজনৈতিক মহলের।

আরও পড়ুন – দিলীপকে ঘিরে উদ্বেগ! তড়িঘড়ি দিল্লিতে তলব কেন্দ্রীয় নেতৃত্বের

spot_img

Related articles

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...

নওশাদ-সহ আইএসএফ সমর্থকদের জামিন দিল ব্যাঙ্কশাল আদালত

ধর্মতলার কর্মসূচির নামে অশান্তি পাকানোর চেষ্টা। বুধবার গ্রেফতার করা হয় ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকিকে (Naushad Siddiqui)। বৃহস্পতিবার নওশাদ-সহ...

নোবেল খুঁজতে ব্যর্থ CBI, রাজ্য পুলিশ উদ্ধার করল বুলার পদ্মশ্রী: পুলিশও পদক পাক চান সাঁতারু

হুগলির হিন্দমোটরে সাঁতারু বুলা চৌধুরীর বাড়ি থেকে চুরি যাওয়া পদক অবশেষে উদ্ধার করল রাজ্য পুলিশ। এর মধ্যে রয়েছে...