Wednesday, August 20, 2025

কাজ করল না ভারতীয় পেস বোলিং অ্যাটাক, লর্ডসে সাবধানী ক্রিকেট ইংল্যান্ডের

Date:

বার্মিংহামের বোলিংয়ের ছিটেফোঁটাও দেখা গেল না লর্ডসের (Lords Cricket Ground) ম্যাচের প্রথম দিনে। পার্টটাইম বোলার নীতীশ রেড্ডি (Nitish Reddy) প্রথম সেশনে টিম ইন্ডিয়ার মুখরক্ষা করলেও, গত ম্যাচের তারকাখচিত পেস অ্যাটাকের বিন্দুমাত্র ঝলক মিলল না তৃতীয় টেস্টে। টিম ইন্ডিয়া সাপোর্টারদের আশা ছিল সিমিং পরিবেশে যশপ্রীত বুমরাহ-মহম্মদ সিরাজ-আকাশদীপের মতো পেস ত্রয়ীদের দাপট দেখা যাবে। কিন্তু বাস্তবে হলে ঠিক তার উল্টো। প্রথম দিনের শেষে মাত্র ৪ উইকেট হারিয়ে ২৫১ রান করে চালকের আসনে রুট-স্টোকসরা। ৯৯ রানে অপরাজিত জো রুট (Joe Root)।

টস হারার হ্যাটট্রিক করে ঐতিহ্যবাহী লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে প্রথমে বোলিং করেন শুভমনরা। ভারতীয় টেস্ট অধিনায়ক অবশ্য জানিয়েছিলেন টসে জিতলেও তিনি প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্তই নিতেন। এবারে পাটা ব্যাটিং উইকেট যে হবেনা তার আভাস আগেই মিলেছিল। ভারতীয় দলে প্রসিদ্ধ কৃষ্ণার পরিবর্তে এই ম্যাচে খেলেন যশপ্রীত বুমরাহ (Jashprit Bumrah)। উইকেট না পেলেও শুরুর দিকে নেট রান রেটকে যথেষ্ট বেধে রেখেছিলেন তিনি। বুম বুম ম্যাজিক কাজ করে ১৬ ওভারের মাথায়। গত ম্যাচের নায়ক আকাশদীপ কিংবা এক ইনিংসে পাঁচ উইকেট পাওয়া মহম্মদ সিরাজরা ইংরেজ ব্যাটারদের উপর এদিন কোনঅ প্রভাব ফেলতে পারেননি। মাত্র ১৩তম ওভারে নীতীশ রেড্ডির হাতে বল তুলে দিলেন অধিনায়ক শুভমান গিল। তারপরেই লর্ডসে রেড্ডি মিরাকেল। ব্যাক টু ব্যাক উইকেট নেন ভারতের তরুণ তুর্কি।খেলার শুরুতে পিচ থেকে ভালোই সুইং পাচ্ছিলেন ভারতীয় বোলাররা। কিন্তু ভাগ্য দেবতা আজ বোধহয় ইংল্যান্ডের সহায় ছিলেন। তবে বলতেই হয় ব্যাজবল ক্রিকেটকে দূরে সরিয়ে এদিন বেশ সাবধানে ব্যাটিং করেন রুট- পোপ-স্টোকসরা। হাতে চোর পাওয়ার কারণে মাঝপথে মাঠ ছাড়েন ঋষভ পন্থ। তাঁর জায়গায় কিপিং করেছেন ধ্রুব জুড়েল। উইকেটের পেছনে তাঁকে বেশ সাবলীল লেগেছে। বুমরাহ এবং জাডেজা একটি করে উইকেট পেয়েছেন। ক্রিজে স্টোকস আর রুট। শুক্রবার প্রথম সেশনে ভারত আদৌ এই জুটি ভাঙতে পারে নাকি ব্রিটিশ ব্যাটাররা রানের পাহাড় তৈরি করেন এখন সেটাই দেখার।

 

Related articles

আদালতে প্রমাণ করুন: আরজিকরের মৃত চিকিৎসকের বাবার বিরুদ্ধে মানহানি মমলা কুণালের

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে জড়িয়ে রাজ্যের শাসকদল, দলের নেতাদের প্রতি কুরুচিকর মন্তব্য। মেয়ের মৃত্যু নিয়ে রাজনৈতিক ছাতার নিচে এসে...

কাপুরুষের মতো বিল পেশ স্বরাষ্ট্রমন্ত্রীর: চ্যালেঞ্জ ছুড়ে গর্জে উঠলেন অভিষেক

কাপুরুষের মতো মার্শাল দিয়ে ঘিরে বিল পেশ করতে হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে। বুধবার, সংবিধান সংশোধনী বিল পেশের...

মহারাষ্ট্রে বাংলা বলতেই তাড়া! পালিয়ে বাঁচলেন বিষ্ণুপুরের জহিরউদ্দিন, ফেরাতে উদ্যোগী অভিষেক

বাংলায় কথা বললেই বিজেপির রাজ্যে ভয়ঙ্কর অত্যাচারের মুখে পড়তে হচ্ছে বাংলা শ্রমিকদের। নাগপুরে দক্ষিণ ২৪ পরগনার এক পরিযায়ী...

গণতন্ত্রের কণ্ঠরোধের চেষ্টায় তৃণমূলের ২ মহিলা সাংসদকে অধিবেশনে ধাক্কা রিজিজু-বিট্টুর

বিরোধীদের বাধা সত্ত্বেও লোকসভায় (Lok Shabha) পেশ সংবিধান সংশোধনী বিল। আর বিতর্কিত বিল নিয়ে বিক্ষোভ দেখাতে গিয়ে সংসদে...
Exit mobile version